পূর্ব বর্ধমান: প্রবল ঝড়, ভাতারে থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো। তৃণমূল সাংসদের কনভয়ে (Convoy) ছিড়ে পড়ল বিদ্যুতের তার (Electric Wire)। শুধু তাই নয়। বর্ধমান-কাটোয়া রোডে আটকে পড়েন তিনি।  ঝড়ে লন্ডভন্ড এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে থাকে কনভয়। 

ঝড়ের সার্বিক ছবি...
বস্তুত এদিন হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণবঙ্গের একাংশ। আলিপুর ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে। একাধিক জায়গায় গাছ পড়ে বেশ কয়েকজন আহত হন। ভিক্টোরিয়ার সামনে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। দুর্যোগের জেরে ভাতারেও থমকে যায় অভিষেকের কনভয়। মঙ্গলকোটের সভা, আউশগ্রামের রোড শো বাতিল করে দিতে হয়। হাওড়া-শিয়ালদা দুই সেকশনেই ব্য়াহত হল ট্রেন চলাচল। 


যা ঘটল...
প্রচণ্ড গরমের পর এল বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ... চলল তাণ্ডব। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হলেন যাত্রী। কাড়ল প্রাণও। 
হাওড়ার উলবেরিয়ায় প্রবল ঝড়ে টালির চাল ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম রামচন্দ্র মণ্ডল (৬৫)। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে পার্কে, গাছ পড়ে মৃত্যু হয়েছে কৌশিক ঢালি (২২) নামে এক যুবকের। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকু়ড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। এক গাড়িচালক জানালেন, ঝড়ের মধ্যেই গাড়ির ভিতর ডাল পড়ে যায়। অন্য আর এক জন বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাঁর গাড়ির উপর গাছ পড়ে যায়। দমদমেও গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে আহত হন যাত্রী। লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। আহত হন একাধিক পথচারী। 
বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি। এরইমধ্য়ে বারুইপুরে হয় শিলাবৃষ্টি। চন্দ্রকোণাতেও মারাত্মক ঝড় বৃষ্টি হয়। প্রচণ্ড দুর্যোগের জেরে, শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়ে গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল ব্য়াহত। হাওড়া- বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল ব্য়াহত হয়।
এদিকে, প্রবল ঝড়ে পূর্ব বর্ধমানের ভাতারে থমকে যায় অভিষেকের রোড শো। বর্ধমান-কাটোয়া রোডে অভিষেকের কনভয়ের সামনে ছিড়ে পড়ে তার। ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে থাকে অভিষেকের কনভয়। দুর্যোগের জেরে, অভিষেকের মঙ্গলকোটে সভা ও আউশগ্রামের রোড শো বাতিল করতে হয়। মঙ্গলবার অন্ডালে সভা রয়েছে অভিষেকের। ঝড়ে লন্ডভন্ড সেই সভাস্থলও।

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার