সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল। জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) SP ধনরাম সিংহকে বদলির আবেদন জানিয়েছিল তারা। তাদের সেই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। নির্বাচন কমিশনে এর আগে আবেদন জানিয়ে সুরাহা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের তৃণমূল। কিন্তু জাতীয় সংস্থার সুপার পদমর্যাদার আধিকারিককে বদলি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হল না আদালত। (NIA SP Transfer Case)



বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয়। আদালতে নির্বাচন কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এক্তিয়ারভুক্ত নয়। তদন্ত থেকে বাঁচতে বদলির আবেদন করা হচ্ছে বলে সওয়াল করে NIA-ও। সবদিক বিবেচনা করে NIA-র সুপার পদমর্যাদার আধিকারিককে বদলি করার আবেদনে সাড়া দিল না আদালতও। তবে আদালত জানিয়েছে, কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে পারে তৃণমূল। (Calcutta High Court)


লোকসভা নির্বাচনের আগে NIA সুপার ধনরামকে ঘিরে তেতে ওঠে রাজ্য রাজনীতি। ২০২০ সালের ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের নেতাদের গ্রেফতার করে NIA.  সেই সময় রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে ধনরামের সংযোগ নিয়ে সরব হয় তৃণমূল। ধনরাম রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তোলে তারা। প্রমাণস্বরূপ ধনরামের বাড়ির ভিজিটর বুকের নথিও তুলে ধরে তারা, যেখানে বিজেপি নেতাদের যাতায়াত এবং সাদা প্যাকেটে টাকার লেনদেনে হয়েছে অভিযোগ তোলা হয়।


আরও পড়ুন: TMC MP Dev: আমি গরু চোর হলে, ইন্ডাস্ট্রির ৯০ শতাংশই গরু চোর… শুভেন্দু-হিরণকে জবাব দেবের

সেই সময় তৃণমূলের কুণাল ঘোষ বলেন, "ধনরাম সিংহের কলকাতার বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। কোন এলাকায় তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে, তাঁরাই তালিকা তুলে দেন। সেই অনুযায়ী NIA তল্লাশি চালায়।" বেছে বেছে তৃণমূলের বুথ কর্মী-নেতাদের নিশানা করা হয় বলে দাবি করেন কুণাল। সরাসরি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দিকে আঙুল তোলেন কুণাল। সাদা প্যাকেটে মুড়ে টাকা নিয়ে তিনি ধনরামের বাড়িতে ঢোকেন এবং বেরনোর সময় সেই প্যাকেট তাঁর হাতে ছিল না বলে জানান। ধনরামের বাড়িতে জিতেন্দ্রের ঢোকা এবং বেরনোর ফুটেজও হাতে রেয়েছে বলে দাবি করেন কুণাল। কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। 


বিজেপি যদিও অভিযোগ উড়িয়ে দেয়। জিতেন্দ্রর বক্তব্য ছিল, "খাম বলতে ওরা পয়সাই বোঝে। কী করবেন? এটা ওদের দোষ। যে কোনও খাম, যে কোনও কাগজ দেখলেই পয়সা ভাবে। কোন খামের কথা বলছে তা জানি না। ওরাই বলতে পারবে।" এর পরই ধনরামকে বদলির দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সেখানে কাজ না হওয়ায় আবেদন জমা দেওয়া হয় আদালতেও। কিন্তু আদালতও ওই আবেদনে সাড়া দিল না।