সৌভিক মজুমদার, কলকাতা : ফের রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে প্রকল্পের নাম বদলের অভিযোগ। কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' প্রকল্পের নাম পরিবর্তন করে 'বাংলা সহায়তা কেন্দ্র' করার অভিযোগ সুকান্ত মজুমদারের। এই নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থও হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ১২ ই ডিসেম্বরের মধ্যে হলফনামা না দিলে, রাজ্য সরকারকে জরিমানা করার হুঁশিয়ারি প্রধান বিচারপতি (Cheif Justice) টি এস শিবজ্ঞানমের।
'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র নাম বদলে 'বাংলার আবাস যোজনা', 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা'র নাম বদলে 'বাংলা গ্রাম সড়ক যোজনা', 'স্বচ্ছভারত মিশনে'র বদলে 'মিশন নির্মল বাংলা', 'প্রধানমন্ত্রী মৎস্য যোজনা'র নাম বদলে 'বঙ্গ মৎস্য যোজনা'। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করার অভিযোগ উঠেছে বারবার। এবার আরও এক প্রকল্পের নাম বদল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Mazumdar)। কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' প্রকল্পের নাম পরিবর্তন করে 'বাংলা সহায়তা কেন্দ্র' করার অভিযোগ এনেছেন সুকান্ত মজুমদার।
আর এই মামলাতেই এবার রাজ্য সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১২ ই ডিসেম্বরের মধ্যে হলফনামা না দিলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিন, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, এটা জনকল্যাণমূলক প্রকল্প, এতে রাজনীতির রং না দেওয়াই ভাল। রাজ্য সরকারের আচরণে মনে হচ্ছে তারা যেন 'ডিজিটাল ইন্ডিয়া'র বিরোধিতা করছেন। ১৯ শে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- ১৭ দিন পর 'স্বাধীন' ঘরের লোক, আনন্দাশ্রু বাংলার ৩ ঘরে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।