সৌভিক মজুমদার, কলকাতা : সংশোধনাগারে বন্দি-মৃত্যু মামলায় পুলিশকে কড়া নির্দেশ আদালতের। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পক্ষ থেকে প্রত্যেক থানায় সিসিটিভি লাগানো ও সেগুলো যাতে ঠিকমতো কাজ করে সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফুটেজ যাতে ঠিকভাবে সংরক্ষিত হয়, সেটা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি-কে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, 'রাজ্যের সব থানায় সিসি ক্যামেরা যেন সঠিক ভাবে কাজ করে। ফুটেজ রেকর্ড করার জন্য থাকতে হবে যথাযথ ব্যবস্থা নিন।'


২০২২ সালে বারুইপুর সংশোধনাগারে ৪ বিচারাধীন বন্দির মৃত্যুতে জনস্বার্থ মামলা হয়েছিল। চলতি বছরের ২ মে যে ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি (CID)। আদালতে প্রাথমিক রিপোর্টে সিআইডি-র এক তদন্তকারী আধিকারিক জানান, 'নির্দিষ্ট একটি সময় বজবজ থানার (Budge Budge Police Station) সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। কারণ ওই সময় সিসিটিভি খারাপ ছিল'। সেই মামলার প্রেক্ষিতেই সব থানায় সিসিটিভি কার্যকর রাখার নির্দেশ হাইকোর্টের। ২৬ সেপ্টেম্বর যে মামলার পরবর্তী শুনানি। 


রাজ্যে এখনও পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে বন্দি-মৃত্যুর ক্ষেত্রে পুলিশি অত্যাচারের অভিযোগের তত্ত্ব সামনে উঠে আসে। বিভিন্ন ক্ষেত্রে লক-আপে বা সংশোধনাগারে বন্দিদের থেকে তথ্য বের করে আনার তাগিদে পুলিশের জিজ্ঞাসাবাদ পর্ব শারীরিক অত্যাচারে গড়ায় বলেও অভিযোগ ওঠে। সেই ক্ষেত্রেই বন্দি-মৃত্যুর অস্বাভাবিক ঘটনা এড়ানোর জন্য একাধিক পদক্ষেপের বার্তা বরাবর দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই থানায় সিসিটিভি ফুটেজের দিকটি নিশ্চিত হলে অনেকাংশে তা বন্দি-মৃত্যু রুখতে কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 


                                                                                                                                         


আরও পড়ুন- যাদবপুরে সিসিটিভি লাগানোর দাবিতে সরব, আর স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির ! প্রতিবাদে ভাঙচুর কলেজে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial