কৃষ্ণেন্দু অধিকারী এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam Case) এবার মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আজই সিবিআইকে (CBI) জেলে গিয়ে জেরার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। 'মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করবেন ২ সিবিআই অফিসার। মামলাকারী এবং পর্ষদের আইনজীবীর থেকে মামলা বুঝে নিয়ে আজই জেরা করবে সিবিআই। যেহেতু এই মামলায় মানিকের রক্ষাকবচ নেই, তাই সিবিআই প্রয়োজন মনে করলে হেফাজতে নিতে পারবে। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি, প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারবে', এদিন এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।                           

  


এদিন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য, আদালতে দাবি করেছে সিবিআই। মানিক ভট্টাচার্যের নির্দেশেই এই সব দুর্নীতি হয়েছে, মন্তব্য বিচারপতির। মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে ও স্ত্রীর সম্পত্তিও আয়ের সঙ্গে সঙ্গতিহীন, মন্তব্য করেছেন বিচারপতি। এরপরই সন্ধ্যেয় আদালতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন তাঁরা। এরপর জানা যায়, সিবিআই অফিসারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


তিনি বলেন, 'যদি আপনারা ঠিক করে তদন্ত করেন, তাহলে খুব ভাল, গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব।' জেরা পর্বের ভিডিওগ্রাফি করা সম্ভব? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। জেরা পর্বের ভিডিওগ্রাফি করা সম্ভব? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। ক্যামেরায় না হলে, ফোনে রেকর্ড করবেন, নির্দেশ বিচারপতির। এখানে নিশ্চয় আর্থিক লেনদেন আছে, মন্তব্য বিচারপতির। আজ রাত ৮ থেকে ৮.৩০-এর মধ্যে এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে এই জেরা শুরু করতে হবে', এমনটাই জানান হয়েছে। 


আরও পড়ুন, 'মনে হচ্ছে ইন্ডিয়া নাম প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে', মোদির 'জঙ্গি' কটাক্ষের পাল্টা খোঁচা মমতার


এদিন বিচারপতি বলেন, 'এই আদালত বিশ্বাস করে, মানিক বা পর্ষদের ঘনিষ্ঠ কিছু প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতে টাকার লেনদেন হয়েছে। মানিক ভট্টাচার্যের নেতৃত্বে এমন অভিনব দুর্নীতি, এমন ডিজাইনড কোরাপশনে আদালতের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এরপরি প্রাথমিকের নতুন মামলায় অবিলম্বে সিবিআই এবং ইডিকে যুক্ত করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।