সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Judge Abhijit Ganguly)। সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলায় অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী। "এটা খুব সন্তোষজনক পরিস্থিতি নয়। সিবিআই আধিকারিকদের বলুন এই মামলা খুব গুরত্ব দিয়ে দেখতে", সিবিআই-এর আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়
১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলায় উপস্থিত ছিলেন না সিবিআই-এর আইনজীবী। সিবিআই-এর আইনজীবীর অনুপস্থিতি নথিবদ্ধ রয়েছে নির্দেশনামায়। নির্দেশনামা দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।" মামলায় ২৬ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই",
আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। যদিও এই রিপোর্ট অসম্পূর্ণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির সম্ভবনা।
আরও পড়ুন: Suvendu Adhikari: বসার ব্যবস্থা নিয়ে খুশি নন, রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না শুভেন্দু
গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক সংক্রান্ত মামলায় শুনানির দিন ধার্য করা হয়। সেই সময় সিবিআই রিপোর্ট জাম দিলেও, তাকে অসম্পূর্ণ বলে উল্লেখ করেন বিচারপতিরা। একই সঙ্গে, নির্দেশনামায় বলা হয়েছিল, ১৮ নভেম্বর সিবিআই-এর তরফে কেউ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন না। বুধবার সেই অংশটুকু দেখার পরই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই বিশেষ গুরুত্ব দিয়ে মামলা দেখছে না বলে মন্তব্য করেন।
এ দিন স্পষ্ট করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এই মামলাগুলি কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এই মামলাগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে। তাই মামলাগুলিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত সিবিআই-এর।
একাধিক বার সিবিআই-এর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ
তবে এই প্রথম নয়, এর আগেও সিবিআই-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নভেম্বরের মাঝামাঝি আদালতে সিবিআই-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধানকে তলব করেন। এমনকি গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই খুব আস্তে আস্তে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। আদালতের গঠিত সিবিআই সিট ভেঙে, নতুন করে সিটও তৈরি করে দেন। দুই জন CBI অফিসারকে SIT থেকে বাদ দিয়ে, আরও চার জনকে যুক্ত করা হয়। ভিন্ রাজ্যে বদলি হওয়া CBI-এর DIG অখিলেশ সিংকেও ফেরানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো গতকালই কলকাতায় এসে পৌঁছন অখিলেশ।