কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) আন্দোলনকারী (Student Agitation) পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সমাজের বিশিষ্টজনদের একাংশ। গণ কনভেনশনে উপস্থিত ছিলেন বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্ররা। ভিডিও বার্তা পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়-সহ অনেকে।                   


পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বিশিষ্টজনেরা: কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, পড়ুয়াদের অনশন শনিবার ১১ দিনে পড়ল। এবার সমাজের বিশিষ্টজনদেরও পাশে পেলেন আন্দোলনকারীরা। এদিন মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে, গণ কনভেনশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক ও মানবাধিকার কর্মী বিনায়ক সেন, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র-সহ অনেকে। মানবাধিকার কর্মী তথা চিকিৎসক বিনায়ক সেন বলেন, “ওদের গণতান্ত্রিক অধিকারের সমর্থনে আমি এখানে এসেছি।’’ অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের জন্য এই আন্দোলন চলছে, সরকার ভোট চাইছে না বলেই তো এই আন্দোলন করছেন ওনারা।’’


আন্দোলনকারীদের পাশে থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, ইতিহাসবিদ গৌতম ভদ্র, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, চন্দন সেন, বাদশা মৈত্ররা। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “এই নির্বাচন ঘোষিত সময়ে করার জন্য ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন আমি সমর্থন করি, কারণ হচ্ছে এই আন্দোলন হচ্ছে গণতন্ত্র রক্ষার আন্দোলন।’’ একইভাবে ভিডিও বার্তায় জয় গোস্বামী বলেন, “আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা যেহেতু কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই, তাই তাদের দাবি দাওয়া কর্তৃপক্ষের শোনা উচিত বলে আমি মনে করি।’’ অনশনকারী এক পড়ুয়া বলেন, “আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অপর্ণা সেন। এদিন সেটিও পড়ে শোনানো হয় গণ কনভেনশনে।’’


ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে চলতি মাস থেকেই অবস্থানে বসেছেন মেডিক্যালের পড়ুয়ারা। হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়, অধ্যক্ষ ও বেশ কয়েকজন অধ্যাপককে ঘেরাও করা হয়েছে। ঘেরাও হয় কয়েকজন অধ্যাপিকাও। নার্সিং সুপারকে ছাড়াতে এলে নার্সদের সঙ্গে বিবাদ বাধে পড়ুয়াদের। এর জেরে অধ্যক্ষের ঘরের সামনেই পাল্টা অবস্থানে বসন নার্সরা। পড়ুয়ারা নার্সিং সুপারকে ঘেরাওমুক্ত করতে রাজি হলেও তিনি বেরোতে চাননি বলে দাবি করেন আন্দোলকারীরা।


আরও পড়ুন: Nadia Panchayat Pradhan: ভুল তথ্য যাওয়ার দাবি করেও অভিষেকের নির্দেশ মেনে ইস্তফা পঞ্চায়েত প্রধানের