কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ১৯০তম প্রতিষ্ঠা দিবসে এসে রাজ্যের ডাক্তারদের প্রতি মানুষের ভরসা চলে গিয়েছে বললেন উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। এর পাশপাশি, চিকিৎসকদের লোভ, মোহ ত্যাগের পরামর্শ দিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী।


উদ্বেগ প্রকাশ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার: ১৮৩৫ সালে ২৮ জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল রাজ্যের সবচেয়ে পুরনো কলকাতা মেডিক্যাল কলেজ। রবিবার তার ১৯০ বছর পূর্তি। সেই উপলক্ষে একটি অনুষ্ঠান যোগ দিতে যান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। উপস্থিত ছিলেন চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল বিধায়ক নির্মল মাজি। সেই অনুষ্ঠানে রাজ্যের চিকিৎসায় গলদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী।

রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলার মানুষকে বাইরে চিকিৎসার জন্য যেতে হয়। এই অভিযোগে বারবার সরব হয়েছে বিরোধীরা। যা নিয়ে রাজনৈতিক তরজাও চলতে থাকে। এবার ভিনরাজ্যে বাংলার মানুষের চিকিৎসা করাতে যাওযা নিয়ে উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য অধিকর্তা। এদিন তিনি বলেন, “সারাদেশে পশ্চিমবাংলা ছিল স্বাস্থ্যের পীঠস্থান।লোকে পশ্চিমবঙ্গে আসতেন চিকিৎসার জন্য।অনেক উন্নতি হয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। তাও মানুষ এত টাকা খরচা করে বাইরে যাচ্ছে কেন? বোধহয় আমরা তাদের কাছে টেনে নিতে পারছি না। এটা খুবই চিন্তার বিষয়। রাজ্যের ডাক্তারদের প্রতি মানুষের ভরসা চলে গিয়েছে। ভরসাটা ফিরিয়ে আনতে হবে সবাইকে।রোগীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে যাতে তারা আমাদের প্রতি আস্থা পায়।’’

এদিন চিকিৎসকদের লোভ ও মোহ ত্যাগের পরামর্শ দিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগীও। তিনি বলেন, “কোন কোম্পানির ওষুধ আমি লিখব তাকে, যার দাম কম, কিন্তু কার্যকরী। সে বাড়িতে গিয়ে পথ্য খেতে পারবে কিনা, ওষুধ লেখার পরে সেটা দেখে। তিনিই হচ্ছেন উত্তম বৈদ্য। আপনাদের কাছে আবেদন সেইভাবে এগোন। আপনাদের একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য হচ্ছে রথের দড়ির মতো। যখন আমাদের মন মানবিক ধর্ম থেকে সরে গিয়ে লোভ মোহ-র বশবর্তী হতে যায়, তখন রথের দড়ি, মনকে রাস্তায় টেনে নিয়ে আসে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: TMC Rally: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব, কলকাতায় মিছিল তৃণমূলের