সন্দীপ সরকার, কলকাতা: ন্যাশনাল মেডিক্যালে ২ মাসেরও বেশি সময় ধরে বিকল C-Arm যন্ত্র। যার জেরে পিছোচ্ছে অর্থোপেডিক-সহ একাধিক বিভাগের অস্ত্রোপচার।  হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে, যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। 


হাসপাতাল সূত্রে খবর, অক্টোবর মাস থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে C-Arm যন্ত্র। এই যন্ত্র মূলত অর্থোপেডিকে নানা অস্ত্রোপচার, পাশাপাশি ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগের অস্ত্রোপচারেও প্রয়োজন পড়ে। খারাপ হওয়ার পর অর্থোপেডিকের বিভাগীয় প্রধান উপাধক্ষ্যকে দুটি চিঠি পাঠান। প্রথম চিঠিতে পাঠানো হয় অক্টোবর মাসের ১৮ তারিখে। আরেকটি চিঠি পাঠানো হয়েছিল নভেম্বর মাসের ৫ তারিখে। দুটি চিঠিতেই উল্লেখ করেছিলেন C-Arm যন্ত্র খারাপ হওয়ার ফলে অপারেশন করা যাচ্ছে না। ফলে রোগীদের রেফার করে দিতে হচ্ছে অন্য হাসপাতালে। অভিযোগ তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও স্থায়ী ব্যবস্থা নেয়নি। 


প্রায় দুমাস পর একটা 'স্টপ গ্যাপ' বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে C-Arm যন্ত্র দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। কেন নতুন যন্ত্র আসছে না? হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা, যন্ত্র মেরামত করার কথা যে সংস্থার তারা জানিয়ে দিয়েছে, এই যন্ত্রটি আর সারানো যাবে না। নতুন কিনতে হবে। স্বাস্থ্যভবনে গিয়েছে ফাইল। কিন্তু এখনও পর্যন্ত টেন্ডার ডেকে যন্ত্র কেনার প্রক্রিয়া শেষ হয়নি। যেহেতু একটি মাত্র যন্ত্র রয়েছে, তাই অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। এমনকী এক দেড় মাস পরে আসতে হবে এমন নজিরও রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Ghatal Master Plan: 'আগামী বর্ষার আগে কিছু তো করুন' ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্টের প্রেক্ষিতে মন্তব্য আদালতের