Car Rules: মানুষের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন বানানো হয়েছে এবং সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে পথ নিরাপত্তা বজায় রাখতে এই ট্রাফিক আইন মেনে চলার নিয়ম রয়েছে সমস্ত গাড়ি চালকের। কোনো কোনো গাড়ির চালক তাদের গাড়ির নম্বর (Traffic Challan) প্লেট লুকিয়ে রাখেন, এটি ট্রাফিক আইন ভঙ্গ করার সামিল। এর জন্য ট্রাফিক পুলিশ (Traffic Rules) চালককে আটক করলে কয়েক হাজার টাকা জরিমানা কাটতে পারেন। গাড়ির নম্বর প্লেট লুকিয়ে রাখা ট্রাফিক আইনের পরিপন্থী।


কেরালা ইন্সপেক্টরের অদ্ভুত ঘটনা


এমন একটি ঘটনা কেরালা থেকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে যেখানে এক ব্যক্তিকে জরিমানা হওয়ার ভয়ে বাইকের নম্বর প্লেট লুকিয়ে রাখতে দেখা গিয়েছে। কিন্তু ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তার কারণে সেই নম্বর প্লেট ধরাও পড়ে যায়। আর এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিয়োতে দেখা যায় দুই বাইক আরোহী দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। কারো মাথায় হেলমেট ছিল না। একই সময়ে ট্রাফিক চালান কাটার জন্য ফোন বের করলে বাইকের পিছনে বসা ব্যক্তি এক হাত দিয়ে নম্বর প্লেট লুকিয়ে দেন।


কিন্তু এরপরেও ট্রাফিক পুলিশটি তাঁর মোবাইল ফোনের অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করে সামনের দিক থেকে বাইকের একটি ছবি তুলে নেন এবং সেই ফটোতে ক্লিক করে তাঁর সহযোগীদের দেখান। সেখান থেকেই এই বাইকের তথ্য জানা যায়। ফলে নম্বর প্লেট লুকিয়ে আদপে কোনো লাভ হয় না। কিন্তু এই কাজ আইনবিরোধী।


কত চালান কাটা হবে


ট্রাফিক আইন অনুযায়ী, নম্বর প্লেট লুকিয়ে রাখলে বা অন্য কোনোভাবে নম্বর প্লেটে কারচুপি করলে গাড়িটি বাজেয়াপ্ত করা হবে। এই কাজ যারা করেছে তাদের ৫ হাজার টাকার চালান কাটা হতে পারে। যদি কেউ চালান কাটার ভয়ে এই কাজ করে থাকে তাহলে তা থেকে মানুষকে বিরত থাকতে হবে এবং সমস্ত ট্রাফিক আইন মেনে চলতে হবে। মোটরযান আইনের ৩৯/১৯২ বিধি অনুসারে প্রেসার হর্ন বাজানোর জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। অন্যদিকে, সাইলেন্স জোনে হর্ন বাজানোর জন্য ২ হাজার টাকা জরিমানা করা যেতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Cars Under 5 lakh: ৫ লাখের নীচে সেরা গাড়ি, দেবে দারুণ মাইলেজ, রইল তালিকা


Car loan Information:

Calculate Car Loan EMI