কলকাতা: ভরদুপুরে লাঞ্চের টাইমেই ঘটনাটা চোখে পড়েছিল দুই সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer)। পার্ক স্ট্রিটের (Park Street) রাস্তায় বিভ্রান্ত দুই তরুণী উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। ঘরিতে তখন দুপুর আড়াইটে। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ ফুটে উঠেছিল চোখে মুখে। আজ দুপুরে সাউথ ট্র্যাফিক গার্ডের (South Traffic Guard) দুই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সুদীপ্ত দাস এবং প্রাণবল্লভ কুণ্ডুর চোখে পড়ে ঘটনাটি।  তরুণীদের দেখতে পেয়ে দুই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) যান তাঁদের কাছে। কথা বলে জানতে চান ঠিক কী হয়েছে। প্রাথমিকভাবে কথা বলে জানতে পারেন কলকাতায় এসে পথ হারিয়ে ফেলেছেন দু'জনে।         


এটুকু শুনেই দুই সিভিক ভলান্টিয়ার তরুণীদের নিয়ে সঙ্গে নিয়ে পৌঁছে যান পার্ক স্ট্রিটে (Park Street) কর্তব্যরত সার্জেন্টের কাছে। সেখানেই তরুণীদের সঙ্গে কথা বলে জানা যায়, নেপাল থেকে কলেজের 'ফিল্ড ভিজিট'-এ কলকাতায় এসেছিল পড়ুয়াদের একটি দল। সেখানে থেকেই দলছুট হয়ে যান দু'জন। আজই ফেরার কথা। বিকেল চারটেয় এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ির বাস ধরার কথা তাঁদের। কলেজ কোঅর্ডিনেটরকে ফোন করায় তিনিই দু'জনকে এসপ্ল্যানেডে (Esplaned) চলে আসতে বলেছিলেন। এর পরেই পথ হারান দুই তরুণী। কাউকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।                                                                                                              


একথা শোনা মাত্রই তড়িঘড়ি তাঁদের ফেরাতে তৎপর হন সার্জেন্ট। পড়ুয়াদের তত্ত্বাবধানে থাকা কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করেন এবং পার্কস্ট্রিট থানায় আসতে বলেন। এরপর কোঅর্ডিনেটর এসে দুই তরুণীকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যান। জানা গিয়েছে আর একটু দেরি হলেই ফেরার বাস মিস হত তাঁদের। তবে দু'ই সিভিক ভলেন্টিয়ার এবং কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতায় নিরাপদেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয় তাঁদের।                                                  


আরও পড়ুন: Sealdah-Balurghat Express: 'স্বপ্ন সফল, কাজ পাবে বেকার-হকার..', শিয়ালদা-বালুরঘাট ট্রেনের সূচনায় মন খুললেন জেলার বাসিন্দারা