জয়ন্ত পাল, কলকাতা: তখনও ঘরশত্রু বিভীষণ হয়ে ওঠেননি মীরজাফর। রাজপাট তখনও দিব্যি রয়েছে নবাব সিরাজউদ্দৌলার। অস্ত্রশস্ত্র, প্রাচুর্য, কমতি নেই কিছুরই। ইতিহাসের দৌলতে তার পরের পরিণতি সকলেরই জানা মোটামুটি (Historical Cannons)। এতদিন পর শহর কলকাতার বুকে সিরাজউদ্দৌল্লার স্মৃতি জেগে উঠল। যশোর রোডের মোড় থেকে উদ্ধার হল সিরাজের সময়কার দুই কামান। কালের স্রোতে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিল কামানু দু'টি। উদ্ধার করা হল সেগুলিকে (Kolkata News)। 


কামান দু'টিকে প্রথমে নিয়ে যাওয়া হবে নিউ সেক্রেট্যারিয়ট বিল্ডিংয়ে


যশোর রোডে, সেন্ট্রাল জেলের মোড়ে ওই দুই বৃহৎ আকৃতির কামান অসংরক্ষিত অবস্থায় পড়ে ছিল। ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছিল মাটির নিচে। বুধবার সেই কামান দু'টিকে মাটির ভিতর থেকে উদ্ধার করে আনার কাজ শুরু হল। উদ্ধার হওয়া কামান দু'টিকে প্রথমে নিয়ে যাওয়া হবে নিউ সেক্রেট্যারিয়ট বিল্ডিংয়ে। সেখানেই প্রথমে সংরক্ষণ হবে। তার পর জাদুঘরে জায়গা হবে। 


এতদিন ধরে দমদমের যশোর রোডে মাটিতে পোঁতা ছিল কামান দু'টি। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে মাটি খুঁড়ে বের করা হল সেগুলিকে। কামান দু'টির বয়স আড়াইশো বছরেরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে এবার জায়গা পাবে জাদুঘরে। এ দিন তা দেখতে ভিড় উপচে পড়ে এলাকায়।


আরও পড়ুন: Bankura News: দ্বৈত ভূমিকায়! প্রাথমিক স্কুলে শিক্ষকতায় সিভিক ভলান্টিয়ার, বাঁকুড়া পুলিশের সিদ্ধান্তে বিতর্ক


এতদিন অবহেলায় পড়ে থেকে ঐতিহাসিক এই কামান দু'টির গায়ে ধুলো জমেছে। ইতিহাসবিদদের অনুমান, প্রায় ২৬৪ বছর আগে ১৭৫৬ সালে সিরাজউদদৌলা যখন কলকাতায় বিট্রিশদের তৈরি ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন, এই কামানগুলি সেই সময়ের। কালের গর্ভে চাপা পড়ে থাকা এই কামানগুলি উদ্ধার করার উদ্যোগ নিয়েছে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রথমে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে সংরক্ষণ করা হবে। পরে কলকাতা হাইকোর্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেলের তত্ত্বাবধানে মিউজিয়ামে তৈরি করে সেখানে রাখা হবে।


কলকাতা জুড়ে এমন অনেক ঐতিহাসিক নির্দশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে

বিশেষজ্ঞরা বলছেন, কলকাতায় এত বড় কামান আগে কখনও দেখা যায়নি। কলকাতা জুড়ে এমন অনেক ঐতিহাসিক নির্দশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন আরও ১৫টি কামান চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই সেগুলিও উদ্ধারের কাজ শুরু হবে বলে জানিয়েছে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া।