Nokia Smartphone: নোকিয়া ভারতে তাদের নতুন বাজেট ফোন (Budget Phone) লঞ্চ করেছে। ৬০০০ টাকারও কমে পাওয়া যাবে নোকিয়া 'সি' সিরিজের ফোন নোকিয়া সি১২ (Nokia C12)। এই ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর। এই ফোনে একটি অক্টা-কোর Unisoc 9863A1 প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। নোকিয়া সি১২ ফোনের র‍্যামের পরিমাণ ৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ৩০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। 


নোকিয়া সি১২ ফোনের দাম


এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। চারকোল, ডার্ক সিয়ান এবং লাইট মিন্ট রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ ফোন। ২০ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 


নোকিয়া সি১২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাহায্যে পরিচালিত হবে নোকিয়া সি১২ ফোন। এই ফোনে একটি ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। 

  • একটি অক্টা-কোর Unisoc 9863A1 প্রসেসর রয়েছে এই ফোনে। সেখানে যুক্ত রয়েছে ২ জিবি র‍্যাম যা ৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • নোকিয়া সি১২ ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • নোকিয়ার নতুন ফোনের ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে একটি ৩০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে সারাদিন ব্যাটারি লাইফ থাকবে এই ফোনে। নোকিয়া সি১২ ফোনে একটি IP52 রেটিং প্রাপ্ত ডিভাইস যা ধুলো এবং জলে নষ্ট হবে না। 


Realme C33 2023: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির (Realme Smartphone) নতুন ফোন রিয়েলমি সি৩৩ ২০২৩ এডিশন (Realme C33 2023 Edition)। রিয়েলমির এই ফোন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে প্রথম মডেলের দাম ৯৯৯৯ টাকা। আর দ্বিতীয় মডেলের দাম ১০,৪৯৯ টাকা। অ্যাকোয়া ব্লু, নাইট সি এবং স্যান্ডি গোল্ড- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩৩ ২০২৩ এডিশন। জানা গিয়েছে, এই ফোন কেনা যাবে রিয়েলমি স্টোর থেকে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকারও কমে ভারতে হাজির রিয়েলমির নতুন ফোন, কী কী ফিচার রয়েছে?