কলকাতা : নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় এসএসসির আইনকে চ্যালেঞ্জ করে মামলা রুজু হাইকোর্টে (Calcutta High Court)। এসএসসির আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা। এবার ১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের। এই আইনের বলেই ৬১৮ শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করে কমিশন। রাজ্য, এসএসসি (School Service Commission), মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষকে হলফনামা আদান-প্রদানের নির্দেশ। ৩ এপ্রিলের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ আদালতের। মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল। ১৭ নম্বর ধারায় কোনও কর্মীর সুপারিশ বাতিলের ক্ষমতা রয়েছে কমিশনের।
ব্যাপক গরমিল, চাকরি বাতিল শুরু
২০১৬ সালের নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছে। হাইকোর্টে সিবিআই (CBI) দাবি করে নবম-দশমের শিক্ষক নিয়োগে ৯৫২টি OMR শিট বিকৃত করা হয়েছে। অনেকে সাদা খাতা জমা দিলেও, SSC-র সার্ভারে কারও প্রাপ্ত নম্বর ৫০, কারও ৫২, কারও ৫৩ ! গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ৯৫২ জন চাকরি প্রাপকের মধ্যে ১৩ জন। মামলায় যুক্ত হতে চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন জানান তাঁরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গত ৮ ফেব্রুয়ারি, একসপ্তাহের মধ্যে এঁদের সুপারিশ পত্র বাতিল করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে ৯৫২ জনের একাংশ। চলতি মাসের শুরুতে সেই সংক্রান্ত মামলায় নবম-দশমের ৯৫২ জন শিক্ষককে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।
ইতিমধ্যেই নবম-দশম শিক্ষক পদে ওই ৯৫২ জনের মধ্যে, ৮০৫ জনের চাকরি বাতিল নিয়ে পদক্ষেপ শুরু করেছে এসএসসি। তাঁদের মধ্যে প্রথম ধাপে ৬১৮ জনের সুপারিশপত্র প্রত্যাহার করে স্কুল সার্ভিস কমিশন। তারা জানায়, আদালতের নির্দেশে, কমিশনের ১৭ নম্বর ধারার প্রয়োগ করে, ভুলবশত দেওয়া নবম-দশমে ৬১৮ জন প্রার্থীর সুপারিশ পত্র বাতিলের জন্য গ্রহণ করা হবে। ৬১৮ জন প্রার্থীর একটি তালিকাও প্রকাশ করে কমিশন। ফলে এই তালিকায় নাম থাকা সকলেরই চাকরি যাওয়া কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এর মাঝেই এসএসসির আইনকে চ্যালেঞ্জ করে মামলা রুজু হল হাইকোর্টে।
আরও পড়ুন- 'বন্ধু' কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন সোমা চক্রবর্তী, বনি সেনগুপ্তও