প্রকাশ সিনহা, কলকাতা : কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল, তার মধ্যে প্রায় ১ কোটি টাকা উদ্ধার। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, গতকাল বনি সেনগুপ্ত (Bony Sengupta) ৪৪ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। সোমা চক্রবর্তী (Soma Chakraborty) ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন। সেই অ্যাকাউন্ট দুটি ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি (ED)। কুন্তলের মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে, অভিনেতা বনি সেনগুপ্তকে দুদফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গোয়েন্দা সূত্রে দাবি, বনি যে ৫৬ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে চড়তেন, তার দামের বড় অংশ মিটিয়েছিলেন কুন্তল। বনি সেই সেই গাড়ি বিক্রি করে দিয়েছেন। তবে গাড়ির হদিশ পেয়েছে এবিপি আনন্দ। বর্তমানে গাড়িটি রয়েছে মুম্বইয়ে। দ্বিতীয়বার জেরার মুখোমুখি হয়ে ফেরার পর যাবতীয় তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে আসার কথাই জানিয়েছিলেন অভিনেতা অনুপ্রিয় সেনগুপ্ত তথা বনি সেনগুপ্ত।
পাশাপাশি ব্যবসার কারণে 'বন্ধু' কুন্তল ঘোষের কাছ থেকে টাকা ঋণ নেওয়ার কথা বলেছিলেন সোমা চক্রবর্তী। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দ্রুতই যে টাকা ফেরানোর দাবিও করেছিলেন সোমা চক্রবর্তী। যে টাকা এবার তিনি ফিরিয়ে দিয়েছেন বলেই দাবি ইডির।
এদিকে, কুন্তল ঘোষের থেকে নেওয়া কোটি টাকা বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী ফেরালেও বাকা টাকা উদ্ধার কীভাবে হবে। পাশাপাশি নিয়োগ দুর্নীতির শিকড়ে কীভাবে পৌঁছনো যাবে না নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য (BJP) বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, কুন্তলকে সামনে রেখে তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এরাজ্যের সরকার। তাই তৃণমূল সরকারকে বিসর্জন না দেওয়া পর্যন্ত বাংলার মানুষের মুক্তি নেই। এদিকে, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করেছে ঘাসফুল শিবির। যদিও বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তীর টাকা ফেরানোর ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফের নিশানা করেছে তৃণমূল। তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার মনে করিয়ে দিয়েছেন, নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত রোজই আদালতে মুখ পুড়ছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
আরও পড়ুন- বাম আমলে নিয়োগ পাওয়া শিক্ষক ! পরীক্ষার্থীদের শুভেচ্ছা পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল