প্রকাশ সিন্হা ও প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়া (nadia) হৃদয়পুরে বিজেপি (bjp) কর্মী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই (cbi)। ধৃতকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর (krishnanagar) আদালত। গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই (cbi)। আর এই ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেই আরও ১ জনকে গ্রেফতার করল সিবিআই। এবার বিজেপি কর্মী খুনের অভিযোগে এক বিজেপি কর্মীকেই গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
গত ১৪ মে নদিয়ার চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা ধর্ম মণ্ডল নামে এক বিজেপি কর্মী আক্রান্ত হন। কোপানো হয় তাঁকে। ১৬ মে মৃত্যু হয় তাঁর।
তদন্তে নেমে ২৮ অগাস্ট হৃদয়পুর থেকে তৃণমূল কর্মী বলে পরিচিত বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু’জনকে গ্রেফতার করে সিবিআই। আর এবার বিকাশ বিশ্বাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল সিবিআই। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার ধৃতকে ৪দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত।
ভোটের পর খুন হয়েছিলেন বিজেপি কর্মী। কিছুদিন আগে দেখা গিয়েছিল যে, নিহত বিজেপি (BJP) কর্মীর ছেলে ও নাতিকে খুনের (Murder )হুমকি দিয়ে পড়ল পোস্টার। এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে। গত ১৬ মে, ভোট পরবর্তী সন্ত্রাসের বলি হন কোট গ্রামের বিজেপি কর্মী জাকির হোসেন।
এই ঘটনায়, ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে CBI। ভোট পরবর্তী অশান্তির গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। এর মধ্যেই তাঁদের নামে হুমকি পোস্টার পড়ায় আতঙ্কে রয়েছেন নিহত বিজেপি কর্মীর পরিবার। নিহত বিজেপি কর্মীর ছেলে মহম্মদ নাসিম শেখ জানিয়েছেন, ' আমার বাবা ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি করার জন্য। সেই মামলা এখন সিবিআইয়ের হাতে। দুষ্কৃতীরা আমাকে ও আমার ছেলেকে মারবে বলে পোস্টার দিয়েছে।'