প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার সিবিআই স্ক্যানারে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। রবিবারই এই কাণ্ডে তলব করা হয় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও জুনিয়র ডাক্তার সৌরভ পালকে।  কলেজে থ্রেট কালচার চালানো, আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেখানে উপস্থিতি, এমনই ভুরি ভুরি অভিযোগে নাম জড়িয়েছে তাদের। রবিবার ফের তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপরই সোমবার সিবিআই দফতরে ডাকা হল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। 


 নির্মলকে কেন তলব ?


সিবিআইয়ের দাবি, ভিডিও ফুটেজে জানা যায়, ৯ অগাস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে যান পানিহাটির তৃণমূল বিধায়ক। ওই দিন তাঁকে হাসপাতালের মর্গের আশেপাশে ও শ্মশানে দেখা গিয়েছিল। চিকিৎসকের দেহ দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথাও জানতে পেরেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে জানা গেছে, দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তাঁর সঙ্গেও কথা বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। কী কথা হয়েছিল, কারও নির্দেশে তিনি হাসপাতাল ও শ্মশানে গিয়েছিলেন কি না, জানতে চায় সিবিআই।   


নির্মল ঘোষের ঘনিষ্ঠর তরফে ময়নাতদন্ত তাড়াতাড়ি সারার হুমকি ?


তিন চিকিৎসককে তলবের পাশাপাশি রবিবার সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং আরও ২ কর্মীকেও। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে সিবিআই দফতর থেকে বেরিয়ে ময়নাতদন্তে তাড়াহুড়ো প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। ময়নাতদন্তকারী চিকিৎসক দাবি করেন, ময়নাতদন্ত সেদিন না হলে রক্তগঙ্গা বয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন মৃতার পরিবারের পরিচিত একজন। নিজেকে প্রাক্তন কাউন্সিলর এবং সম্পর্কে কাকা বলে পরিচয় দেন তিনি।


এই ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়নাতদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এসেছেন। দাবি করেছেন, চিকিৎসকের কাকা পরিচয়ে এক ব্যক্তি হুমকি দেয়, ময়নাতদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। 


আরও পড়ুন : RG কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি, কেন?