কলকাতা : আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি। ২৭ তারিখ হবে না শুনানি। আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হবে আর জি কর-কাণ্ডের শুনানি। রাজ্যের আবেদনের ভিত্তিতে পিছিয়ে গেল শুনানি। 


জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে নাকি সোমবার প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়,  নেতৃত্বাধীন  মামলার শুনানি দু'থেকে তিন দিন পিছিয়ে দেওয়ার জন্য। তাতে রাজি হয়ে সুপ্রিম কোর্ট ৩ দিন পিছলো এই মামলা। 


এর আগে আর জি কর কাণ্ডে ২ টি  স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে রীতিমতো বিচলিত হয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, স্টেটাস রিপোর্টে যেটা উঠে এসেছে, সেটা ভয়ঙ্কর এবং সত্যিই বিচলিত হওয়ার মতো। পাশাপাশি, নিহত চিকিৎসকের বাবার চিঠিকেও গুরুত্ব দেওয়ার জন্য় CBI-কে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। 


আগের শুনানির দিন শীর্ষ আদালত আরও মন্তব্য করে, মনে হচ্ছে CBI গোটা বিষয়টা সামনে আনার দিকেই এগোচ্ছে।  স্টেটাস রিপোর্টে কী আছে, তা প্রকাশ্যে আনলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। OC গ্রেফতার হয়েছেন। তদন্তে গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে। CBI প্রমাণ নষ্ট এবং কার কী খামতি ছিল, তা খতিয়ে দেখছে। যে সব দিকে নজর দিতে বলা হয়েছিল, CBI সবদিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনও প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটাও দেখা হচ্ছে। তদন্ত এখনও অনেক বাকি। CBI-কে পর্যাপ্ত সময় আমাদের দিতে হবে। তারা ঘুমাচ্ছে না। সত্য উদঘাটনের জন্য তাদের সময় দিতে হবে। এরপর ২৭ তারিখ পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করা হয়। এই দিনই আরও পিছলো রাজ্যের আবেদনে। 


এর আগেও একবার এই মামলার শুনানি পিছিয়েছিল। গত ৫ সেপ্টেম্বরের শুনানি পিছিয়ে গিয়েছিল। কারণ সেদিন সুপ্রিমকোর্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না। পরে অবশ্য ৯ তারিখে সেই শুনানি হয়। তারপর শুনানি হয় গত ১৭ তারিখ।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ