প্রকাশ সিনহা, কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি (BJP) কর্মী অভিজিত্ সরকারকে (Abhijit Sarkar Murder Case) খুনের অভিযোগে ৫ ফেরার অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই (CBI)।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফেরার অভিযুক্তদের ধরার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, অমিত দাস, টুম্পা দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক ও পাপিয়া বারিকের বিরুদ্ধে জারি হয়েছে হুলিয়া।
গত বছরের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী অভিজিত্ সরকারকে খুনের অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।
গত ১৮ অগাষ্ট ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায়, খুন-ধর্ষণ বা অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে রাজ্য পুলিশের তিন কর্তাকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেয় হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ।
ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সংক্রান্ত মামলায় ১৩ জুলাই হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটির রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে মূল সুপারিশ ছিল, ঘৃণ্য অপরাধের তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে। বিচারপর্ব যেন বাংলার বাইরে হয়। অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের দিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের সুপারিশ করে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি। সেই মামলায় হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে নির্দেশ দেয়, আদালতের নজরদারিতে, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিবিআই। বলা হয়, ৬ সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া তিন আইপিএস অফিসার সৌমেন মিত্র, সুমনবালা সাহু ও রণবীর কুমারের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে এই বিশেষ তদন্তকারী দল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তভার পায়।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই অভিজিৎ সরকারের খুনের অভিযোগেরও তদন্ত করছে। এই ঘটনার তদন্তে এর আগে ১২ জনের বিরুদ্ধে জারি হয়েছে ওয়ারেন্ট। ঢ্যাঁড়া পিটিয়ে নোটিস জারি করেছে সিবিআই।