প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) এবার মন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর সিবিআইয়ের (CBI) গোয়েন্দাদের। কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইনমন্ত্রী মলয় ঘটক, তাঁর পরিবারের অন্য সদস্য ও তাঁর ঘনিষ্ঠ মিলিয়ে মোট ৫ টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সিবিআই (CBI Raid)। ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ককে নথি জমা দিতে বলেছে সিবিআই। অ্যাকাউন্টগুলি খোলার সময় কী কী নথি জমা দেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে সিবিআই।


কয়লা পাচার (Coal Smuggling Case) মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে এর আগে দশ বারের বেশি তলব করেছে ইডি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এবার এই মামলায় তৎপরতা শুরু করে দিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে কয়লা পাচারের।


কয়লা পাচারকাণ্ডে একাধিকবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠিয়েছে ইডি। এবার সিবিআইও তেড়েফুঁড়ে উঠছে বলেই সূত্রের খবর। সে কারণেই নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর, যেদিন থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। একইসঙ্গে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কোন ঠিকানায় তাও জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা। যত তাড়াতাড়ি সম্ভব এই নথি পাঠাতে বলা হয়েছে।


কয়লা পাচার মামলায় এর আগে ১২বার মলয় ঘটককে তলব করেছে ইডি। দিল্লিতে ডেকে পাঠানো হয় মন্ত্রীকে। তবে ১২ বার ডাকা হলেও মাত্র ১ বার হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর মামলা মোকদ্দমাতেই কাটছে এই তলব-পর্ব। দিল্লি হাইকোর্টেও রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করার আবেদনের পাশাপাশি দিল্লিতে তলব না করে কলকাতায় তলবের জন্যও আবেদন জানিয়েছিলেন। ইসিআর খারিজে আদালত সম্মতি না দিলেও কলকাতায় তলবের আবেদনে সাড়া দেন।


কী কী দেখা হচ্ছে?
ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন দেখার চেষ্টা করছে। 
ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা হয়েছে কিনা
কয়লার কোনও টাকা ঢুকেছে কিনা, খোঁজ নেওয়া হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়?' শুভেন্দুর সভার অনুমতি দিয়ে বললেন বিচারপতি