কলকাতা: সল্টলেকে অবস্থিত সিভিক ভলান্টিয়ারের ফোর্থ ব্যাটালিয়ানের ব্যারাকে ঘুরে আসার পর শনিবার বিকেলে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে অবস্থিত আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor death) ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বাড়িতে যান সিবিআইয়ের (CBI) তদন্তকারীরা। সেখানে গিয়ে বিভিন্ন জিনিস খতিয়ে দেখার পাশাপাশি ধৃত সঞ্জয়ের মাকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ওই বাড়িতে ছিলেন তাঁরা।


আরও পড়ুন: Health Department: মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪২ জন চিকিৎসকের বদলি স্থগিত, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নর


শনিবার প্রথমেই তথ্য প্রমাণ সংগ্রহের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল গিয়ে পৌঁছায় সল্টলেকে অবস্থিত সেই সিভিক ভলান্টিয়ারের ফোর্থ ব্যাটালিয়ানের ব্যারাকে যেখানে সঞ্জয় অবৈধভাবে থাকত। সেখানে গিয়ে বেশ কিছু তথ্য ও নথি সংগ্রহ করার পর আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেখানে তাঁরা ধৃতের একজন সহকর্মীকে প্রশ্ন করে জানতে পারেন ঘটনার দিন ব্যারাকে ফেরার পর তিনি ধৃতকে আরজি কাণ্ডের বিষয়ে জানিয়ে ছিলেন। তখন সঞ্জয়ের ব্যবহারে তিনি কিছুই বুঝতে পারেননি বলেও তদন্তকারীদের জানান।


আরও পড়ুন: Potato Crisis: রাজ্য জুড়ে এবার আলুর সঙ্কট? ব্যবসায়ীদের কর্মবিরতিতে বাজারে বড় প্রভাব?


ব্যারাকে বেশ কিছুক্ষণ ধরে নথিপত্র সংগ্রহ ও ধৃত সঞ্জয় রায়ের সহকর্মী ও সেখানে থাকা সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে কথা বলার পর সোজা শম্ভুনাথ পণ্ডিত রোডের সঞ্জয়ের ভাড়াবাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারীরা। তারপর ধৃতের মাকে ছেলের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে।


প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসার ১২ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে জনস্বার্থ মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার ধৃত সঞ্জয় রায়কে নিয়ে আরজি কর হাসপাতালে যান সিবিআইয়ের আধিকারিকরা। সেখানে সেদিনের ঘটনার পুনর্নিমাণ করা হয়। তারপর থেকে অবশ্য এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Medical Student Death Case: RG কর কাণ্ডের জের, নাইট ডিউটিতে মহিলাদের নিরাপত্তায় জোর, 'রাতের সাথী' প্রকল্প আনল রাজ্য