Redmi A3x: সস্তার স্মার্টফোনের চাহিদা সবসময়েই থাকে ক্রেতাদের কাছে। যাঁদের শুধুমাত্র কথা বলার জন্য ফোন ব্যবহারের প্রয়োজন রয়েছে, প্রচুর স্টোরেজ, ঝাঁ-চকচকে ক্যামেরা ফিচারের দরকার নেই ফোনে, তাঁদের জন্য ভারতের বাজারে বিভিন্ন সংস্থা মাঝে মাঝেই বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করে যেগুলির দাম ১০ হাজার টাকার থেকেও বেশ কিছুটা কম হয়। সম্প্রতি তেমনই একটি ফোন ভারতে লঞ্চ করেছে শাওমির (Xiaomi Smartphones) সাব-ব্র্যান্ড রেডমি (Redmi Phones) সংস্থা। এবার লঞ্চ হয়েছে রেডমি এ৩এক্স ফোন (Redmi A3x)। অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাবেন শাওমি ইন্ডিয়ার (Xiaomi India) অফিশিয়াল ওয়েবসাইটে। গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছিল এই ফোন। সেই মডেলই এবার লঞ্চ হয়েছে ভারতে। 


ভারতে রেডমি এ৩এক্স ফোনের দাম কত 


এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রিন, অলিভ গ্রিন এবং স্টারি হোয়াইট- এই চার রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ৩এক্স ফোন। 


রেডমির এ৩এক্স ফোনে কী কী ফিচার রয়েছে একঝলকে দেখে নিন 



  • এই ফোনে একটি ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি এলসিডি ডট ড্রপ স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ পর্যন্ত রয়েছে। এই ডিসপ্লেতে ইউজাররা এইচডি প্লাস রেজোলিউশনের সাপোর্ট পাবেন। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। 

  • রেডমি এ৩এক্স ফোনে একটি Unisoc T603 চিপসেট রয়েছে। এর সঙ্গে ৪ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে যা ভার্চুয়াল ভাবে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে পরিচালিত হবে রেডমি এ৩এক্স ফোন। এই ফোনে দুটো অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • রেডমি এ৩এক্স ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে। এটি একটি ৪জি ফোন। ইউজাররা পাবেন ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস কানেক্টিভিটি সাপর্ট। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এআই সাপোর্ট যুক্ত ফেস আনলক ফিচার রয়েছে রেডমি এ৩এক্স ফোনে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ভারতে হাজির নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।