সন্দীপ সরকার , কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তো আগেই তুলেছিলেন। এবার, আরও বিস্ফোরক অভিযোগ করলেন, নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ব়্যাডারে থাকা তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ( Tapas Saha )। বললেন, দিদি আমাকে ভালবাসে, অন্যদের কেউ সেভাবে ভালবাসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি । 


' চিঠিটা অভিষেকের কাছে যাবে না '


' আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেছি। এমন মজার ব্যাপার, ওই অফিসে অভিষেকের প্রতিনিধি ডোনা, টিনার সঙ্গে তার হৃদ্যতা। মধুর সম্পর্ক। সে আবার নদিয়া জেলার অবজারভার। আমি যদি একটা চিঠি দিই, তার হাতে পড়বে। সেই চিঠিটা অভিষেকের কাছে যাবে না। যায় না। ' বিস্ফোরক অভিযোগ তাপসের। 


গত বছর, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল। তদন্তে নেমে প্রবীর কয়াল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের Anti Corruption Branch বা দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার, হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গেছে CBI-এর হাতে।

এই পরিস্থিতিতে তাপস সাহা বলছেন, ' সিবিআই আসলে আসুক। আমার সাথে এখনও যোগাযোগ করেনি। আমি তৈরি আছি। নোটিশ দিলে নিজাম প্যালেসে যাব। আমি জানাবো। আমি যা জানি বলব। ভুল করে থাকলেও বলবো। ঠিক করে থাকলেও বলবো। ' 

আরও পড়ুন :


 'মানুষ যাকে সার্টিফিকেট দেবে, তাকেই পঞ্চায়েতে পাঠাব' ঘোষণা করে দিলেন অভিষেক

মামলাকারীর কী অভিযোগ

তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইউসুফ আলি শেখ। ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান। তাঁর করা মামলার ভিত্তিতেই CBI-তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ইউসুফের দাবি, ছেলের চাকরির জন্য  প্রস্তাব দিয়েছিলেন বিধায়ক তাপস সাহা। ছেলে পরীক্ষাও দেয়নি। ১০ লক্ষের কনট্রাক্ট হয়েছিল, প্রথমে ২ লক্ষ টাকা ২০২১-এর জুলাইতে দেন তিনি, তারপরে মেরিট লিস্টের একটা পাতা দেওয়া হয়। সেই মেরিট লিস্টের পাতায় ছেলের নাম ছিল। ছেলে দেখে বুঝতে পারে মেরিট লিস্ট জাল। তাপরই তিনি আদালতে যান।

এর পিছনে 'বড় ষড়যন্ত্র' দেখছেন তাপস। সব মিলিয়ে, দুর্নীতি ইস্যুতে এখন তৃণমূলের অন্দরের তুমুল ডামাডোলের পরিস্থিতি।