কলকাতা: গরুপাচারকাণ্ডের (Cow Smuggling Case) তদন্ত চূড়ান্ত পর্যায়ে। খুব তাড়াতাড়ি ফাইনাল চার্জশিট দেওয়া হবে। আদালতে এমনটাই দাবি করল সিবিআই। এর মধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় ১ কোটির সম্পত্তির হদিশ মিলেছে বলে আদালতে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিনও প্রভাবশালী তত্ত্বে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আর্জি খারিজ করলেন বিচারক।


গরুপাচারকাণ্ডে ভার্চুয়াল শুনানি: পেট্রোল পাম্প, ইটভাটা, সাত সাতটি জমি। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আরও ১ কোটির সম্পত্তির হদিশ মিলেছে।আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শুক্রবার গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ভার্চুয়াল শুনানি ছিল। যদিও, নেটওয়ার্কের সমস্যার কারণে তিহাড় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।


এদিন, আসানসোল আদালতে সিজার লিস্ট পেশ করে সিবিআই দাবি করে, সায়গলের স্ত্রী ও মায়ের নামে ৭টি জমির হদিশ পাওয়া গেছে। যার দাম ৬০ লক্ষ দেখানো হলেও বাজারমূল্য আরও বেশি বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জমিগুলির মধ্যে একটি বীরভূমের সিউড়িতে ও বাকি৬টি রয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। এছাড়াও, ইলামবাজারে একটি পেট্রোল পাম্প, সিউড়িতে পাথর খাদানের জন্য জমি, ডোমকলে একটি ইটভাটার সন্ধান মিলেছে। সায়গলের স্ত্রীর নামে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি, বীরভূমে SAIL নামে একটি সংস্থাও সিবিআইয়ের নজরে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ওই সংস্থার মাধ্যমে সায়গলের প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে।

অন্যদিকে, এদিনও প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন।তাঁর আইনজীবী আবেদন বলেন, ৬৪ বছর বয়স অনুব্রতর। একাধিক রোগে ভুগছেন। ৩২৩ দিন ধরে জেলবন্দি। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। এর বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী বলেন, অনুব্রত অত্যন্ত প্রভাবশালী। গরুপাচারকাণ্ডের তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। এখন জামিন দেওয়া হলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ইতিমধ্যে ২৮৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আর কত সাক্ষীর প্রয়োজন?সিবিআইয়ের তদন্তকারী অফিসারের থেকে তিনি জানতে চান- আর কতদিন তদন্ত চলবে? উত্তরে তদন্তকারী অফিসার জানান, খুব তাড়াতাড়ি ফাইনাল চার্জশিট দেওয়া হবে। এরপরই অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেন বিচারক। ১৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


 


আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?