কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বর্ধমান-নবদ্বীপ রোডে বাস দুর্ঘটনায় আহত ৩। বর্ধমান- নবদ্বীপ রোডের শোনপুর এলাকায় দুর্ঘটনার কবলে পরে বর্ধমান-বাকলসা রুটের যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলে দেওয়ানদিঘী থানার পুলিশ।
ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে নবদ্বীপমুখী যাত্রীবাহি বাসটি শোনপুর এলাকায় তার সামনে থাকা একটি ছোট হাতি গাড়িকে ওভারটেক করতে যায়। সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎ করেই উল্টোদিক থেকে একটি অ্যাম্বুলেন্স চলে আসে, অ্যাম্বুলেন্সটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি ছোটহাতি গাড়িটিকে ধাক্কা মেরে উপরে উঠে যায়। ঘটনায় আহত হন ৩ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়মুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে বর্ধমান-নবদ্বীপ রোড। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিন দুয়েক আগে বেপরোয়া বাসের ধাক্কায় দুর্ঘটনা (Bus Accident) ঘটে শহরে। টালিগঞ্জ থানার কাছে ৪১ নম্বর রুটের বাস পরপর ৬টি গাড়িতে ধাক্কা মারে। যাত্রীর অল্পবিস্তর আহত হলেও গুরুতর জখম কেউ হননি। সিগন্যাল ভেঙে বাসটি ধাক্কা মারে পরপর ৬টি গাড়িতে। বাসটিকে আটক করে পুলিশ, চালক পলাতক। রেষারেষি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
লেকটাউনে বাস চুরি করে পালানোর সময় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই টালিগঞ্জে ফের বেপরোয়া বাসের ধাক্কা পরপর ৬টি গাড়িতে। টালিগঞ্জ থানার কাছে ৪১ নম্বর রুটের হাওড়াগামী একটি বাস সিগন্যাল ভেঙে ধাক্কা মারে পরপর ৬টি গাড়িতে। যাত্রীদের অল্পবিস্তর আঘাত লাগলেও গুরুতর জখম কেউ হননি। বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালক গ্রেফতার। রেষারেষি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?