প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এবার সায়গল হোসেন (Saigal Hossain) সংক্রান্ত যাবতীয় তথ্য ইডি-র (ED) হাতে তুলে দিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গত কয়েকমাসে তদন্তে যা তথ্য মিলেছে, সায়গলের সম্পত্তি ও টাকাপয়সা সংক্রান্ত যে সমস্ত তথ্যপ্রমাণ হাতে এসেছে, তা ছাড়াও চার্জশিট-সহ মোট ৫০০ পাতার নথি তুলে দেওয়া হয়েছে ইডি-র তদন্তকারীদের হাতে।
গরুপাচার মামলায় এ বার ইডি হেফাজতে সায়গল
সূত্রের খবর, এই সমস্ত তথ্য সামনে রেখেই এবার সায়গলকে জেরা করবে ইডি। খতিয়ে দেখা হবে আর্থিক লেনদেনের অভিযোগও। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের যোগসাজশ খুঁজে বের করাই মূলত ইডি-র লক্ষ্য। খবর সূত্রের। ২৮ অক্টোবর পর্যন্ত সায়গলকে নিজেদের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে ইডি।
গরুপাচার মামলার তদন্তে নেমে কয়েক মাস আগে সিবিআই গ্রেফতার করা হয় সাগলকে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর এবং পরিবারের সদস্যদের কোটি কোটি টাকা সম্পত্তির হিসেব মিলে বলে তদন্তে উঠে আসে। এর পর শনিবার সায়গলের হেফাজতে নিয়েছে ইডি। তার পর সিবিআই-এর কাছ থেকে বিশদ রিপোর্ট চায় তারা। সেই অনুযায়ী ৫০০ পাতার একটি নথি ইডি-র হাতে তুলে দিয়েছে সিবিআই। তাতে সায়গলের যাবতীয় সম্পত্তি, তাঁর পরিবারের সম্পত্তির হিসেব রয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে সায়গলের সংযোগ সংক্রান্ত তথ্য রয়েছে তাতে।
আরও পড়ুন: North 24 Parganas: ৮ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, কাঠগড়ায় তৃণমূল নেতা
এর আগে, শনিবার সায়গলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে ইডি। গত ১৭ অক্টোবর সায়গলের বিরুদ্ধে পরোয়ানা জারি করে রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও ধাক্কা খান সায়গল। প্রধান বিচারপতির বেঞ্চ সায়গলের আবেদন খারিজ করার পর, আসানসোল জেল থেকে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে হেফাজতে পায় ইডি।
৫০০ পাতার রিপোর্ট ইডি-র হাতে তুলে দিল সিবিআই
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে আগেই আবেদন জানিয়েছিল ইডি। তাতে সায় দেয় দিল্লি হাইকোর্ট। কিন্তু দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান সায়গল। যদিও সেখানেও ধাক্কা খেতে হয় তাঁকে। ফলে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইডি-র অসুবিধা হয়নি।