RG Kar News: আর জি কর কাণ্ডের তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ সিবিআইয়ের
RG Kar News Update: 'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। আরও এক নাগরিক মিছিলের ডাক
রেল যাত্রীদের জন্য় সুখবর। হাওড়া থেকে বাঁকুড়া যেতে লাগবে এবার আরও কম সময়। রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া থেকেই এক ট্রেনে মশাগ্রাম হয়ে যাওয়া যাবে বাঁকুড়া। রেল সূত্রে খবর,পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন।সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ।
বালুরঘাটে প্রাথমিক শিক্ষকের মৃত্যু ঘিরে রহস্য। প্রায় ৩দিন নিখোঁজের পর নদীতে উদ্ধার মৃতদেহ। সুদের কারবারির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।
সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু। 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ। একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম। শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী', প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর
বয়সসীমা বেঁধে দেওয়া নিয়ে, ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উল্টো সুর তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। নবীন-তত্ত্ব খারিজ করতে গিয়ে তিনি টেনে এনেছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, আটাত্তর বছর বয়সী ট্রাম্পের জয়ের প্রসঙ্গ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসায় তৃণমূলের আরেক প্রবীণ সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তবে কুণাল ঘোষ, সৌগত রায়ের মতো এখনই অভিষেককে ভাবী মুখ্য়মন্ত্রী হিসেবে ভেবে নিতে নারাজ তিনি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পর মুখ্য়মন্ত্রী কে হবেন, সেটা ঠিক করবে দল। তবে কল্য়াণের অভিষেক-স্তূতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসায় তৃণমূলের আরেক প্রবীণ সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তবে কুণাল ঘোষ, সৌগত রায়ের মতো এখনই অভিষেককে ভাবী মুখ্য়মন্ত্রী হিসেবে ভেবে নিতে নারাজ তিনি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পর মুখ্য়মন্ত্রী কে হবেন, সেটা ঠিক করবে দল। তবে কল্য়াণের অভিষেক-স্তূতি
নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
কালীপুজোর চাঁদা নিয়ে গন্ডগোলের জেরে পিটিয়ে, বিষ খাইয়ে খুন! বাঁকুড়ার জয়পুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে, বিষ খাইয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ দে ও তাঁর অনুগামীরা। বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ দে সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে ফেরার বিজেপির মণ্ডল সভাপতি। ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ অভিষেকের। তৃণমূলের ১০-এর বেশি জেলা সভাপতিকে বদলের সুপারিশ। পুরসভা স্তরেও বিস্তর বদলের সুপারিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা, বার্তা অভিষেকের। 'বীরভূমে থাকা উচিত কোর কমিটির', ব্যক্তিগত মতামত অভিষেকের'। সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল
ঝাড়গ্রামে ডাক্তারের মৃত্যুরহস্যে নতুন মোড়। একদিকে স্ত্রীকে পাঠানো মেসেজ, অন্যদিকে ডাক্তারদের গ্রুপে পাঠানো মেসেজ। দুই মেসেজের বয়ান ঘিরে বাড়ছে রহস্য। স্ত্রীর উদ্দেশে লেখা সুইসাইড নোটে মানসিক টানাপোড়েনের উল্লেখ। মেসেজে আর জি কর কাণ্ডের প্রসঙ্গেরও উল্লেখ। মৃত্যুর আগে ডাক্তারদের গ্রুপেও একটি মেসেজ করেন দীপ্র ভট্টাচার্য। 'থ্রেট কালচারের সমর্থনকারী অধ্যাপকদের লজ্জা হওয়া উচিত। যারা চাকরি বাঁচাতে দুর্নীতিকে সমর্থন করছেন, তাঁদের লজ্জা পাওয়া উচিত', ডাক্তারদের গ্রুপে পাঠানো মেসেজে উল্লেখ দীপ্র ভট্টাচার্যর
রেখা পাত্র সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের। মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যসচিব ও ডিজি-কে যথাযথ আইনি পদক্ষেপের নির্দেশ। ৩ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের
সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য, 'মন্ত্রী ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ নেয়নি পুলিশ'। বিধাননগর দক্ষিণ থানার বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে ইমেল করে নালিশ বিজেপির
ফের মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন। উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ, মিঠুনের বিরুদ্ধে ডেপুটেশন স্থানীয়দের। ২৭ অক্টোবর: সল্টলেকে EZCC-তে অমিত শাহের অনুষ্ঠানে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ । গতকাল বিধাননগর দক্ষিণ থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। FIR করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে, রিপোর্ট দিয়ে জানাল রাজ্য
এটা ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির।
'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। আরও এক নাগরিক মিছিলের ডাক। ৯ নভেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদে। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন আন্দোলনকারীদের
'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই। কিন্তু মমতার পর কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী', অভিষেককে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কুণাল ঘোষের পোস্ট নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়', ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কল্যাণের। সময়ের নিয়মে মমতার পর মুখ্যমন্ত্রী হবে অভিষেকই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল
প্রেক্ষাপট
কলকাতা: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি শেষ। আদালতে স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের। সিবিআই-কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সপ্তম স্টেটাস রিপোর্ট আগামী ৪ সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ। আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ কেন্দ্রীয় সরকারের। জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্টে নিজেদের প্রস্তাব পেশ কেন্দ্রীয় সরকারের। দুটি ক্যাটেগরিতে টাস্ক ফোর্সের অন্তর্বর্তী রিপোর্ট পেশ। যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধে প্রস্তাব পেশ রিপোর্টে। 'এই দুটি প্রস্তাব সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি গ্রহণ করুক', পরামর্শ দেওয়া হয়েছে টাস্ক ফোর্সের রিপোর্টে, জানালেন প্রধান বিচারপতি। সমস্ত কৌঁসুলি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে রিপোর্টের কপি পাঠাতে নির্দেশ। সচিবরা রিপোর্টে নিজেদের মতামত জানাতে পারবেন, জানাল সুপ্রিম কোর্ট। ৩ সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। কীভাবে একটি স্বাধীন নজরদারি ব্যবস্থা ভারতজুড়ে প্রয়োগ করা যায়, তা নিয়ে মতামত চাইলেন প্রধান বিচারপতি। দ্রুত তদন্ত চায় রাজ্য, আদালতে সওয়াল রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। দোষী দ্রুত শাস্তি পাক, আদালতে সওয়াল সিব্বলের। ৯০ দিন ধরে তদন্ত চলছে, কিছুই হয়নি, অভিযোগ দিল্লি এইমস-এর ডাক্তারদের আইনজীবীর। 'নতুন করে তদন্তের নির্দেশ দিতে নিম্ন আদালতের বিচারকের পর্যাপ্ত ক্ষমতা আছে'। যদি তথ্যপ্রমাণ দেখে বিচারকের মনে হয়, তিনি নির্দেশ দিতে পারেন, মন্তব্য প্রধান বিচারপতির। বাংলার বাইরে বিচারপ্রক্রিয়া নিয়ে যাওয়ারও অনুরোধ আইনজীবীর। অন্য রাজ্যে বিচারপ্রক্রিয়া সরালে নিম্ন আদালতের উপর সন্দেহ তৈরি হবে, মন্তব্য প্রধান বিচারপতির।
'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। আরও এক নাগরিক মিছিলের ডাক। ৯ নভেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন আন্দোলনকারীদের।
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসকের রহস্যমৃত্যু। অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যর মৃত্যু। স্ত্রীর উদ্দেশ্যে লেখা সুইসাইড নোট উদ্ধার । সুইসাইড নোটে সম্পর্কের টানাপোড়েনের উল্লেখ
মানসিক টানাপোড়েনের প্রসঙ্গ সুইসাইড নোটে। সুইসাইড নোটে উল্লেখ আর জি কর-কাণ্ডের প্রসঙ্গও। আর জি কর-কাণ্ডে হতাশ-ব্যথিত ছিলেন চিকিৎসক। সেই প্রসঙ্গের উল্লেখ চিকিৎসকের সুইসাইড নোটে
আরও পড়ুন: Shah Rukh Khan: হুমকিতে বাড়ল নিরাপত্তা, ২৪ ঘণ্টা সশস্ত্র রক্ষী, 'মন্নতে'র বাইরেও কড়া পাহারা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -