কলকাতা : বরাদ্দ অর্থ নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাতে নতুন মোড়। তৃণমূলের (TMC) তরফে একদিকে যেমন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ। তার ভিত্তিতে লোকসভা ভোটের প্রাক্কালে আন্দোলনের হুঁশিয়ারি। উল্টোদিকে, কেন্দ্রের সরকারে ক্ষমতায় থাকা বিজেপির তরফে রাজ্য সরকারের (West Bengal Government) বকেয়া অর্থ খরচ করতে না পারার পাল্টা অভিযোগ। 


বাংলার সরকারের সঙ্গে প্রতিহিংসামূলক রাজনীতি করছে কেন্দ্র। বাংলাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই প্রাপ্য টাকা আদায়ের জন্যই ২ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না। রামলীলা ময়দানে পুলিশ সমাবেশের অনুমতি না দিলেও বিক্ষোভ হবেই, দাবি কুণাল ঘোষের (Kunal Ghosh)। 


পাল্টা, পঞ্চদশ ফিনান্স কমিশনের (Finance Commission) পাঠানো ২ হাজার কোটি টাকা খরচ করতে পারছে না রাজ্য সরকার। মাত্র ৪০ শতাংশ টাকা খরচ হয়েছে বাকি টাকা পড়ে আছে।  সেই টাকা আগে খরচ করুক তারপর তো বকেয়ার জন্য আন্দোলন করবে। মন্তব্য বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।  


প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারে (Central Government) বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্প চালাতে টাকা না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বারবার যে অভিযোগ তুলেছেন। পাশাপাশি একাধিকবার কেন্দ্রের কাছে অর্থের জন্য দরবারও করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের মাঝে তুলেছেন ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া অর্থের প্রসঙ্গ। কিন্তু তারপরও এখনও সুরাহা মেলেনি। 


পঞ্চায়েত ভোটে সাফল্যের পর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বকেয়া ১০০ দিনের কাজের টাকার দাবিতে তাই দিল্লিতে ধর্না-অবস্থানের কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যা সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রীও। যে কর্মসূচি ঘিরে ইতিমধ্যে একাধিকবার দিল্লি পুলিশকে চিঠিও দিয়েছে তৃণমূল। যদিও এখনও মেলেনি ছাড়পত্র। এর মাঝেই পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রাপ্য অর্থ খরচ করতে না পারার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে তুলল বিরোধীরা। যা নিয়ে নতুন করে চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতি।                            


আরও পড়ুন- হু হু করে বাড়ছে ডেঙ্গি, উদ্বিগ্ন রাজ্য সরকার, আজই নবান্নে জরুরি বৈঠক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial