ঝিলম করঞ্জাই, কলকাতা: বাংলায় ফের টিউবারকিউলোসিস (Tuberculosis Medicine) বা যক্ষ্মার ওষুধ সরবরাহ শুরু করল কেন্দ্রীয় সরকার। টিবির ওষুধ সরবরাহ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠির পর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। কেন্দ্রের আশ্বাস অনুযায়ী, ফের ওষুধ পাঠানো শুরু হল। 


যক্ষ্মার ওষুধ সরবরাহ শুরু: গত ২ জুলাই টিবির ওষুধ সরবরাহ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে ফের চিঠি পাঠান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এরপরই দিল্লিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই কেন্দ্রের তরফে টিবির ওষুধ ফের সরবরাহ করার আশ্বাস দেওয়া হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতি মাসে রাজ্যে ২৮ লক্ষ টিউবারকিউলোসিসের ট্যাবলেট প্রয়োজন হয়। প্রত্যেক রোগীকেই বিনামূল্যে এই ওষুধ দেওয়া হয়। রাজ্য সরকার ইতিমধ্যেই নিজের দায়িত্বে এক মাসের ওষুধ কিনে রেখেছে।


এবার ১২ জুলাই থেকে কেন্দ্রের তরফে ফের সেই ওষুধ পাঠানো শুরু হল। এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, "টিউবারকিউলোসিস বা যক্ষ্মার ওষুধ কেন্দ্র থেকে দিচ্ছে না বলব না, তবে যে পরিমাণ প্রয়োজন সেই মতো আসছে না। যেটা বাকি থাকছে রাজ্য সরকার কিনে দিয়ে দিচ্ছে। প্রত্যেক রোগী ওষুধ পাচ্ছেন। কোনও রোগীকে ওষুধ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এখনও সরবরাহ নিয়মিত হয়নি। অনিয়মিতভাবে সরবরাহ হচ্ছে।                   


চলতি বছর মে মাসে অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানের তরফে চিঠি দেওয়া হয় সব জেলার যক্ষ্মা নিয়ন্ত্রণের সাথে যুক্ত স্বাস্থ্য় আধিকারিকদের। ওই চিঠিতে উল্লেখ করা হয়, বাজারে যক্ষ্মার ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে। স্বাস্থ্য কেন্দ্র সহ খোলা বাজারে টিবির ওষুধ কম পাওয়া যাচ্ছে। গত বছর অক্টোবর মাস থেকেই কমতে থাকে ওষুধের জোগান। এরপর এবছরের ১৮ মার্চ কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয় অনিবার্য কারণবশত ওষুধ সরবরাহে সমস্যা হচ্ছে। জেলা, স্বাস্থ্য় জেলাকে বাজার থেকে যক্ষ্মার ওষুধ কেনার জন্য় ৩৬ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে। দীর্ঘ কয়েকমাসের টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রের পাঠানো যক্ষ্মার ওষুধ রাজ্যে মিলতে চলেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Khardah: ছুটে আসছে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস, খোলা লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ গাড়ির