প্রকাশ সিনহা, কলকাতা : প্রকল্পে টাকা ঢালবে কেন্দ্র (Central Government), আর কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে চালাবে রাজ্য (State Government)! এটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এমনটা চলতে থাকলে রাজ্যকে টাকা দেওয়া হবে না। কলকাতায় এসে এভাবেই সুর চড়ালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী (Jal Shakti Minister) গজেন্দ্র সিংহ শেখাওয়াত (Gajendra Singh Sekhawat)। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল (TMC)।
বুধবার কলকাতায় এসে রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী।‘পশ্চিমবঙ্গ সরকার কিছু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার চেষ্টা করছে।’ ‘কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে চালালে তা বরদাস্ত করা হবে না ।‘এমনটা চলতে থাকলে কেন্দ্র আর রাজ্যকে টাকা দেবে না’।,এই মর্মে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
রাজ্যের শতাধিক পুরসভায় (Municipal Election 2022) ভোটপর্ব মিটতেই আবার সামনে চলে এল পুরনো বিতর্ক। ‘মোদি’র (Narendra Modi) প্রকল্প ‘মমতা’র (Mamata Banerjee) নামে চালানোর অভিযোগ। তৃণমূল-বিজেপি সংঘাত। বাংলার ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল কে পৌঁছে দিচ্ছে? নরেন্দ্র মোদি সরকারের জলজীবন মিশন? নাকি রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্প? দুহাজার একুশের বিধানসভা ভোটের আগে কেন্দ্র ও রাজ্যের দুই প্রকল্প নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত তীব্র চেহারা নিয়েছিল। ৫ রাজ্যে ভোটের ফল প্রকাশের আগের দিন ফের তা মাথাচাড়া দিল।
কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত আরও বলেন, 'প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমি আগেই অভিযোগ পেয়েছি। রাজ্যপালের কাছ থেকেও বিষয়টি জেনেছি। পশ্চিমবঙ্গে এমনটা চলতে থাকলে বরদাস্ত করা হবে না। প্রকল্পের নাম বদলালে কেন্দ্র আর টাকা দেবে না।' তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেছেন, 'কেন্দ্রীয় প্রকল্পের টাকা কি বিজেপির বাবার সম্পত্তি। টাকা তো যায় রাজ্য থেকেই। এমন অনেক প্রকল্প আছে যেগুলো নামে কেন্দ্রের, চালাতে হয় রাজ্যকে, সেগুলোর তাহলে কী হবে।'
কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পের লক্ষ্য, ২০২৪-এর মধ্যে দেশের প্রত্যেকটি ঘরে ট্যাপের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। বিভিন্ন রাজ্যে সেই কাজ কতটা এগোল, তার আঞ্চলিক পর্যালোচনা করতে বুধবার কলকাতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। ২০২১-২২ অর্থবর্ষে বাংলাকে কেন্দ্রীয় জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের খাতে ৬ হাজার ৯৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তার মধ্যে রাজ্য খরচ করতে পেরেছে মাত্র মাত্র ১২০ কোটি টাকা। ১ কোটি ৭৭ লাখ বাড়ির মধ্যে বাংলায় মাত্র ৩৩ লাখ ৩৭ হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছেছে। যে তথ্য পুরোপুরি ভুল বলে জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়।
জল বিতর্কের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- পিকে-র কাছে কর্মরত ছেলেকে খবর পাচার করতেন জয়প্রকাশ! ‘জীবাণুমুক্ত হল’ বিজেপি, বললেন তথাগত