আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচী: প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলেছে। কেন্দ্র টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা শেষ পর্যন্ত কোষাগার থেকে দিতে হয়েছে বলে জানিয়েছে রাজ্য। সেই আবহেই ফের কেন্দ্রের বিরুদ্ধে বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগ উঠল। কারণ ১০০ দিনের কাজ প্রকল্পে মজুরি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু তাতেও বাকি রাজ্যগুলির চেয়ে বেশ খানিকটাই পিছনে রাখা হয়েছে বাংলাকে। (MGNREGA Wage Hike)
১০০ দিনের কাজের প্রকল্পে মজুরি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে মজুরিবৃদ্ধির কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলার নাম আছে ৩০ নম্বরে। রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের জন্য বর্ধিত দৈনিক মজুরি ধার্য করা হয়েছে ২৫০ টাকা। (TMC on MGNREGA Wage)
কেন্দ্রের এই ঘোষণার পরই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। তিনি লেখেন, '১০০ দিনের প্রকল্পে বাংলার শ্রমিকদের জন্য মোদি সরকার মাত্র ৫ শতাংশ মজুরি বাড়িয়েছে। এটা লজ্জাজনক! অন্য রাজ্যে মজুরি কতটা বেড়েছে দেখুন। বিহার- ৭.৪ শতাংশ, অন্ধ্রপ্রদেশ- ১০.৯ শতাংশ, গুজরাত- ৯.৩ শতাংশ, মধ্যপ্রদেশ- ৯.৯ শতাংশ, ছত্তীসগঢ়- ৯.৬ শতাংশ'।
তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের শ্রমিকদের ৭ হাজার কোটি বাকি রাখা, বাংলা-বিরোধী বিজেপির জমিদাররা এখন মাত্র ৫ শতাংশ মজুরি বাড়িয়ে বাংলার মানুষকে শাস্তি দিচ্ছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। এ নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলি বেশি পাচ্ছে। এরা বাংলাকে ভাতে মারতে চায়। নির্বাচনের সময় আদর্শ আচরণ বিধি চালুর পর, তার লঙ্ঘন হয়েছে।"
এ নিয়ে এবিপি আনন্দে মুখ খোলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, "বিজেপিশাসিত রাজ্যে বর্ধিত ১০০ দিনের কাজের টাকার মজুরি বাংলার চেয়ে কমও রয়েছে। তৃণমূল দুঃখ পেয়েছে কারণ টাকা যত বেশি আসবে, সেটা ঘুরপথে ওদের পকেটে যাবে।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথায়, "রাজ্য মনে করলে বাড়াতেও পারে। আমাদের রাজ্যের আর্থিক ক্ষমতা নেই, তাই বাড়াতে পারে না।"
১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে আসছে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখেই ব্রিগেডের জনগর্জন থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকার মজুরি বৃদ্ধির ঘোষণা করতেই নতুন করে শুরু হল বাগযুদ্ধ।