কলকাতা: 'তিনবছর ধরে ইডি-সিবিআই লাগিয়ে রেখেছে। আমার স্ত্রী, আত্মীয়-স্বজন কাউকে ছাড়েনি। সিবিআইকে চ্যালেঞ্জ করছি, আমি যদি দোষী হই, আমাকে গ্রেফতার করুক। বাঁকুড়ার সোনামুখী থেকে সিবিআই-এর উদ্দেশে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
চ্যালেঞ্জ অভিষেকের: এদিন তিনি বলেন, "যদি কারোর ক্ষমতা থাকে আটকে দেখান। আমি মাথা নিচু করলে আপনাদের কাছে করব। দিল্লির বহিরাগতদের কাছে নয়। সিবিআই সারদায় চেষ্টা করেছিল, নারদায় ছুঁতে পারেনি, গরু, কয়লাতেও পারেনি, এবার এসেছে SSC। SSC তে যদি আমার বিরুদ্ধে কোনও এতটুকু কোথাও কোনও প্রমাণ থাকে, একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন, প্রমাণটা জনসমক্ষে আনুন। আরেকদিকে ফাঁসির মঞ্চ করুন। সেই ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যু বরণ করব।''
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে রায় দেন,কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ও ইডি। বিচারপতি সিন্হার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। কিন্তু, শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ জানিয়ে দেয়, শুক্রবারই দ্রুত শুনানি করা সম্ভব নয়। ফলে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। সেখানেও বলা হয়, নতুন বেঞ্চ ঠিক হলে, তারপরই হবে শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় সিবিআই। নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক।কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।
অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। বিজেপিকে দেশছাড়া না করা পর্যন্ত থামব না। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। নবজোয়ারকে আটকানোর চেষ্টা করছে ওরা। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব।'
আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস