কলকাতা : সমাবর্তনেও বেনজির যাদবপুর, এলেন না আচার্য সি ভি আনন্দ বোস। রাজ্যপালের অপসারণ-নির্দেশ অগ্রাহ্য করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পৌরোহিত্যে বুদ্ধদেব সাউ। রাজ্য সরকারের আর্জি মেনে সমাবর্তনের দায়িত্বে বুদ্ধদেব সাউ। সুপ্রিম কোর্টকে হাতিয়ার করে রাজ্যপালের নির্দেশ খারিজ রাজ্যের। আচার্যর জন্য সংরক্ষিত আসন রাখা থাকলেও, সমাবর্তনে এলেন না সিভি আনন্দ বোস। কলকাতায় থাকলেও, সমাবর্তনে এলেন না ইউজিসি চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয়ে হাজির ডিগ্রি প্রাপকরা, শুরু হল সমাবর্তন। জটিলতা এড়াতে পড়ুয়াদের ডিগ্রি দিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'অন্তর্বর্তী উপাচার্য' বুদ্ধদেব সাউ বলেন, "দুই জায়গা থেকে দু'টি চিঠি এসেছে। একটা রাজভবন থেকে, আর একটা রাজ্য সরকার থেকে। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকারের যে কোনও মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। সংবিধান অন্তত তাই বলে। সেখান থেকে একটা চিঠি এসেছে, আমাকে কনটিনিউ করতে বলে। সেই দু'টো চিঠি আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেখানে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে অনুরোধ করেছে, সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি যেন ভাইস চ্যান্সেলার হিসাবে করি। সমবর্তনটাও যেন ভাইস চ্যান্সেলার হিসাবে করি। তাদের অনুরোধ রেখেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট নিশ্চয়ই আইন জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে। কারণ, যে কোনও দেশের আইন হয় মানুষের জন্য।"  


যত কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ! সমাবর্তনের যখন ২৪ ঘণ্টাও বাকি নেই, ঠিক তখন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে পদ থেকে সরিয়ে দেন আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজেরই নিয়োগ করা অন্তর্বর্তী উপাচার্যকে সরান তিনি।২৪ ডিসেম্বর, রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। শনিবার দুপুরে, সাংবাদিক বৈঠক ডেকে এমনই দাবি করেন এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা। আর রাতে রাজভবন সূত্রে জানা যায়, যাদবপুরের অন্তবর্তী উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষামহলে প্রশ্ন উঠেছে, সমাবর্তনের জন্য উদ্যোগী হয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্যই কি রাজভবনের বিরাগভাজন হলেন বুদ্ধদেব সাউ ?


উপাচার্য নিয়োগ মামলা আদালতে বিচারাধীন থাকার মধ্যেই, গত কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে টানাপোড়েন চলছে। পদ্ধতিগত নানা রকম সমস্যা সমাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে শিক্ষামহলের একাংশের মত।
বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ হন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য। তাঁদের মধ্য়ে বৈঠকের পরে গত ১৫ ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন নিয়ে কর্মসমিতির বৈঠকে অনুমতি দেয় রাজ্য সরকার।


সূত্রের খবর, উচ্চ শিক্ষা দফতর কোর্ট বৈঠকে ছাড়পত্র দিলেও, রাজ্যপাল তাতে রাজি ছিলেন না। 


Education Loan Information:

Calculate Education Loan EMI