কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনে বাম সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা (Chaos)। বাম সংগঠনের সম্প্রীতি মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা মিছিলকারীদের।মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিংয়ের চেষ্টা এবিভিপি সমর্থক কয়েকজন ছাত্রের, স্লোগান পাল্টা স্লোগান। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি। গেটেই আটকানোর চেষ্টা, বাধা ঠেলে ভিতরে ঢুকে স্লোগান, পাল্টা স্লোগান এফআইআইয়ের।

  


আজ অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সেই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংয়ের জন্য এদিন প্রোজেক্টর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যান এবিভিপি সমর্থক কয়েকজন ছাত্র। বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরনের কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দেন সহ উপাচার্য অমিতাভ বসু ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। প্রথমে গেটেই তাঁদের আটকে দেওয়া হয়। বাধা ঠেলে ভিতরে ঢুকে স্লোগান দিতে থাকেন তাঁরা। পাল্টা স্লোগান দেয় SFI-ও। তাতেই উত্তেজনা ছড়ায়। যদিও, লিখিত আবেদন জানানো হয়েছিল বলে দাবি দাবি করেছেন ABVP সদস্যরা। লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন ও মিষ্টি বিলির কর্মসূচি ছিল। সবাইকে আজ ID কার্ড দেখিয়ে ঢোকার নির্দেশ দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে কলকাতার রাম মন্দিরও সেজে উঠেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই রাম মন্দির তৈরি হয় ১৯৪১ সালে। মন্দিরে ভক্তের ঢল নেমেছে। মন্দির সাজানো হয়েছে ফুল-মালায়। জয় শ্রীরাম লেখা পতাকায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে এদিন কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিলের আয়োজন করা হয়। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির।


মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে এই শোভাযাত্রা।পাশাপাশি এদিন দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলস যাত্রার আয়োজন করা হয়। গেরুয়া পতাকায় রামের ছবি, রাম-লক্ষ্মণ-সীতা সাজিয়ে, গদা নিয়ে, ব্যান্ড বাজিয়ে মিছিল। আয়োজক দমদম পার্কের রাম জন্মোৎসব কমিটি। কলস যাত্রায় অংশ নেন কামদুনি আন্দোলনের মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল।  


আরও পড়ুন, রাম মন্দিরের উদ্বোধনের দিনই TMC-র সংহতি যাত্রা, কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)