অযোধ্যা: রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন তিনি করবেন তা আগে থেকেই ঘোষণা হয়ে গিয়েছিল। প্রাণপ্রতিষ্ঠার (Ram Lalla Pran Pratishtha) পুজোর আগে ১১ দিনের বিশেষ আচার-অনুষ্ঠান পালন করেছেন মোদি। আজ বিধি মেনে সব নিয়ম-আচার মেনে পুজোর পরে প্রাণপ্রতিষ্ঠাও করেছেন মোদি। তারপরেও বক্তব্য রাখতে গিয়ে ভগবান রামের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন?
এদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) একসময় বলেন, 'আমাদের তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হল। প্রভু রামচন্দ্রের কাছে আমরা এজন্য ক্ষমা চাইছি।' এদিন রামমন্দির নিয়ে বলতে গিয়ে মোদির গলায় শোনা গিয়েছে আবেগের সুর। তাঁর বক্তব্য়ে তিনি বলেন, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা (Ram Lalla) আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন।' কথা বলতে গিয়ে মোদি বলেন, 'অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ।' মোদির মুখে শোনা গিয়েছে নতুন কালচক্রের কথাও। তিনি বলেন, '২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু। গর্ভগৃহে ঐশ্বরিক চেতনার সাক্ষী হতে পেরেছি। পুরো দেশ আজ দীপাবলি পালন করছে, রামজ্যোতি প্রজ্জ্বলিত হবে।' তিনি আরও বলেন, 'এই মন্দির শুধুমাত্র দেবমন্দির না, এটা ভারতের দর্শন, দিকদর্শনের মন্দির। রামের রূপে রাষ্ট্রচেতনার মন্দির। রাম ভারতের আচার- বিচার-বিধান-চেতনা।'
বক্তব্য রাখতে গিয়ে মোদি বারবার তুলে আনেন ১১ দিনের বিধিপালন এবং এই সময়ের মধ্যে বিভিন্ন রাজ্য- বিশেষত দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে যাওয়ার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, 'সাগর থেকে সরযূ পর্যন্ত যাত্রা করেছি, চারিদিকে শুধুই রাম নাম। কয়েকদিন ধরে বিভিন্ন ভাষায় রামায়ণ শুনতে পেয়েছি।'
রাম মন্দির নিয়ে বিরোধীদের প্রসঙ্গও ছুঁয়ে গিয়েছেন তিনি। মোদি এদিন বলেন, 'কেউ কেউ বলেছিলেন রাম মন্দির হলে আগুন জ্বলবে। আজকের দিন শুধু বিজয়ের নয়, বিনয়ের দিন। ভারতের শান্তি, ধৈর্য, সমন্বয়ের প্রতীক। রাম মন্দির নতুন শক্তির পরিচয়। সবাই বলব, আসুন, বিবেচনা করুন, রাম আগুন নয়, রাম শক্তি। রাম শুধু আমাদের নয়, রাম অনন্তকাল। রাম নিরন্তর, রাম দর্শন, আবার রাম নীতিও।' রাম মন্দিরের সঙ্গে ভারতের যোগসূত্র টেনে মোদি বলেন, 'রামের প্রতিষ্ঠা হলে হাজার হাজার বছরের জন্য প্রভাব থাকে। রাম মন্দির উজ্জ্বল ভারতের প্রতীক, চিহ্ন থাকবে আগামী হাজার বছর।'
আরও পড়ুন: মুখে স্মিতহাসি, অলঙ্কারের ভূষণ! রামমন্দিরে বিরাজমান রামলালা!