কলকাতা: ছট পুজোর আগে আজ থেকে বন্ধ করে দেওয়া হল রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। ২৮ অক্টোবর সন্ধে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে ২ জলাশয়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। ২ সরোবরের গেটে KMDA-র তরফে টাঙানো হয়েছে নোটিস।

Continues below advertisement

আরও পড়ুন, নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ! মাইকে সতর্কতা জারি, চালু করা হল কন্ট্রোলরুম, সম্ভাব্য দুর্যোগের আগে প্রস্তুত প্রশাসন

Continues below advertisement

আসন্ন ছটপুজো উপলক্ষ্যে মহেশতলার তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে সম্প্রতি বিশেষ অনুষ্ঠান হয়। প্রায় শ'দুয়েক মহিলার হাতে তুলে দেওয়া হয় ছটপুজোর সামগ্রী। নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টি পরিচালনা করেন এলাকার তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্র সিং। উপস্থিত ছিলেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কও।দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। গঙ্গার ঘাটে ঘাটে চলবে সূর্যদেবের উপাসনা। এই উৎসবকে কেন্দ্র করে মহেশতলায় বিতরণ করা হল পুজোর সামগ্রী। যার মূল উদ্যোক্তা ছিলেন মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্র সিং।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লা-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানের আয়োজকদের দাবি, সবমিলিয়ে প্রায় ২০০ জন মহিলার হাতে ছটপুজোর সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

একদিকে যেমন জল দূষণ নিয়ে সতর্ক প্রশাসন। অপরদিকে পুজোর মরশুমে, বায়ু দূষণ নিয়েও কড়া নজর রয়েছে প্রশাসনের। গত সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, শীতের শুরুর আগেই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় ওপরে নাম রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। অন্যদিকে, কলকাতা পুলিশের কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম।

রাত যত বেড়েছে, ততই বেড়েছে শব্দদানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দায়। একের পর এক ফোন গিয়েছে থানায়। কিন্তু কে শুনছে কার কথা! হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি। ভাল নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে - কালীপুজোর রাতে, দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মত। প্রতি ঘন মিটার বাতাসে Particulate Matter বা PM-এর স্বাভাবিক মাত্রা ১০০ মাইক্রোগ্রাম। সেখানে সোমবার  রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বালিগঞ্জে Air quality index বা AQI ছিল ৩৪৪। তার এক ঘণ্টা আগে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল ৩৩২।