কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ডের (Swastha Sathi Card) আওতায় এবার আইনজীবীরাও। আলিপুর কোর্টে শ্রী অরবিন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রী। আইনজীবী যাঁরা কোভিডে মারা গেছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                    


কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? 


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমি আইনজীবীদের জন্য মনে করি স্বাস্থ্যসাথী কার্ড হওয়া উচিত। একটা স্পেশাল ক্যাম্প করে মুখ্যসচিবের সঙ্গে কথা বলে ৩ দিন সময় নিয়ে আইনজীবীদের জন্য ব্যবস্থা। কারণ অনেক সময় তাঁরা ইনস্যুরেন্স করেন, টাকা পান না। স্বাস্থ্য পরিষেবা পেতে অসুবিধা হয়। স্বাস্থ্যসাথী কার্ড আইনজীবীদের জন্য বরাদ্দ করলাম। ৫ লক্ষ টাকা করে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে পাবেন। তাছাড়াও সরকারি হাসপাতালে আমাদের কোনও পয়সা লাগে না। আইনজীবী যাঁরা কোভিডে মারা গেছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হোক।''                                                 


আলিপুর কোর্টে শ্রী অরবিন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারের পে-কমিশন রাজ্য সরকারের নিয়ম অনুসারে চলে। ক্ষমতায় আসার পর আমি একটি সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছ। বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায়ের একটি রায় দেখেছিলাম। সেখানে তিনি সংশোধনের কথা বলেছি, বাতিলের কথা বলেননি। এখন রোজ চাকরি বাতিল হচ্ছে । গতকালও দুজন আত্মহত্যা করেছে। নিচের তলায় যদি কেউ অন্যায় করে, আমার দলের হলেও আমি তার বিরুদ্ধে। যাঁরা অন্যায় করেছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। কিন্তু চাকরি আইন আনুযায়ী ফিরিয়ে দিন। তাঁদের আবার সুযোগ দিন, আবার পরীক্ষা দেওয়ার অনুমতি দিন। আদালত যা বলবে সেই অনুযায়ী ব্যবস্থা করব।'' "অসহায় মানুষের ওপর এভাবে অত্যাচার করবেন না। দয়া করে রাজ্যের বদনাম করে, ছাত্র-যৌবনের মুখের গ্রাস কেড়ে নেবেন না। পরপর জনস্বার্থ মামলা হচ্ছে, আসলে পলিটিক্যাল লিটিগেশন।'' আলিপুর কোর্টের অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে আবেদন মমতার।                                  


আরও পড়ুন: Kazi Nazrul University: উপাচার্য বনাম রেজিস্ট্রার সংঘাত, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা