কলকাতা: ছট পুজো (Chhath Puja 2023) উপলক্ষে আগামীকাল রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি। হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছট পুজোয় সাবধানতা অবলম্বন করে গঙ্গার ঘাটে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। একইসঙ্গে গঙ্গা যেন নোংরা না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


ছটে ছুটি: উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল হলেন বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। রবিবার রা্জ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকে। সপ্তাহান্তে ছট পুজো হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এদিন ছুটি। তাই উৎসব উপলক্ষে এবার আরও একদিন ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ছট পুজোর উদ্বোধনে যান। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাবধানে গঙ্গার ঘাটে যান, হুড়োহুড়ি করবেন না। শিশুদের নিয়ে গঙ্গার ঘাটে যাবেন না। গঙ্গাকে নোংরা করবেন না। ছট পুজো উপলক্ষ্যে সোমবারও ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না, বাংলার সরকার দেয়।'' 


দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। রবিবার থেকেই শুরু হয়েছে সূর্যদেবের উপাসনা। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও পূর্ব কলকাতার সুভাষ সরোবরে ছটপুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিশৃঙ্খলা রুখতে তৎপর প্রশাসন। শহরের দুই ফুসফুসকে দূষণমুক্ত রাখতে দুই সরোবরের গেটে টাঙানো হয়েছে নোটিস। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে সরোবরের গেট। প্রতিটি গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। বেলেঘাটার সুভাষ সরোবরে টিন দিয়ে ঘেরা হয়েছে খোলা জায়গা। প্রশাসন সূত্রে খবর, কলকাতার এই দুই লেকের বদলে তার আশেপাশে বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করে ছটপুজোর ব্যবস্থা করা হয়েছে ।


সবুজের উপর নির্বিচারে দূষণের বিষ ঢালা বন্ধ করতে গত কয়েকবছর ধরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে, সোমবার বেলা ১২টা পর্যন্ত রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অতীতে আদালতের নির্দেশ অমান্য করে সরোবরে ছটপুজো হয়েছে। দূষিত হয়েছে পরিবেশ। পুলিশের সামনেই ভাঙা হয়েছে আইন। গত তিন বছরের মতো এবারও তাই নিরাপত্তা বজায় রাখাই প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। 


আরও পড়ুন: Nadia News: আমদাবাদে ফাইনাল! রানাঘাটে বিশ্বকাপের 'ট্রফি'!