কলকাতা : শিল্পপতিদের সঙ্গে বৈঠক, আর সেখানেই রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য বাড়তি উদ্যোগ নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। ধনধান্যে অডিটোরিয়ামে চলতি বছরের রিয়েল এস্টেট কনভেনশনে যোগ দিয়ে তাঁর বার্তা, 'শিল্পপতিদের কাছে আমার অনুরোধ দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থায় এগিয়ে আসুন'। সাধ্যের মধ্যে সকলের নিজের আস্তানা বানানোর সুযোগ তৈরি করে দেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি ভিনরাজ্যে কাজ করতে যাওয়া রাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতেও শিল্পপতিদের বার্তা দিলেন তিনি।
প্রসঙ্গত, করোনার (Corona Pandemic) করাল থাবা বদলে দিয়েছে কার্যত অনেক কিছুই। সবথেকে বড় যার প্রভাব অনেকের দৈনন্দিন জীবনেই পড়েছে আর্থিকভাবে। তারপর থেকে সময় বদলালেও মূল্যবৃদ্ধি থেকে বিভিন্ন খাতে খরচবৃদ্ধি, জীবনযাপন হয়ে উঠেছে বেশ মহার্ঘ। এই অবস্থাতে অনেকেই নিজের আস্তানা তৈরির স্বপ্নকে খানিক হিমঘরে পাঠাতে বাধ্য হয়েছেন। বিভিন্ন সমীক্ষা জানাচ্ছে, উচ্চদামে বিক্রি হওয়া ফ্ল্যাটের বাজারমূল্য সেভাবে ধাক্কা না খেলেও তুলনামূলক সস্তা ফ্ল্যাট নেওয়ার ভাবনায় লেগেছে ধাক্কা। উল্টোদিকে, আগের থেকে ফ্ল্যাট তৈরির ক্ষেত্রেও বেড়েছে খরচ। এই অবস্থায় আর্থিকভাবে খানিক পিছিয়ে থাকা মানুষদের নিজের বাসস্থানের ভাবনায় লেগেছে খানিক ধাক্কা। সেই কথা মাথায় রেখেই শিল্পপতিদের গরিবদের জন্য আবাসন বানানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এদিকে, মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আমরা তিনটি অর্থনৈতিক করিডর (Economic Corridor) তৈরির সিদ্ধান্ত নিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে। কিছু মহল থেকে সারাক্ষণ বলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এধরনের মিথ্যা প্রচার করে থাকে।' পশ্চিমবঙ্গ ব্যবসা করার জন্য অত্যন্ত সুবিধাজনক জায়গা বলে ফের বলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। বাংলা গেটওয়ে অফ ওয়ার্ল্ড হবে।'
মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না'।
আরও পড়ুন- 'বাংলার শ্রমিকদের রাজ্য়ে ফেরান', শিল্পপতিদের আহ্বান মমতার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন