কলকাতা : আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই জন্মাষ্টমী (Janmashtami)। সারা দেশ জুড়ে পালিত হবে কৃষ্ণের জন্মোৎসব (birth of Lord Krishna)। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে দেবকীর অষ্টম গর্ভে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ বিষ্ণুর নবম অবতার। দ্বাপরে কৃষ্ণ অবতারে ধরাধামে এসেছিলেন শ্রী বিষ্ণু। সেই পূণ্য তিথিতে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী ৷ 


বছর জন্মাষ্টমী তিথির বিস্তার ২ দিন ধরে। তাই ভক্তদের মনে সংশয় কবে তাঁরা রাখবেন জন্মাষ্টমীর উপোস । পঞ্জিকা অনুসারে ৬ ও ৭ সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি।  


 গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানকর্মসন্ন্যাসযোগ-এ  ভগবান (Religion) তাঁর স্বরূপ দর্শন করিয়েছেন কৌন্তেয় অর্জুনকে। ভগবান কোন সময়ে আবির্ভূত হন, ঠিক কোন সময় তিনি বেছে নেন পৃথিবীতে আসার জন্য তা বলেছেন তিনি। এই অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে ভগবান পার্থকে বলেছেন, 


যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত । অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ৷৷ ৭ 

অর্থাৎ, যখনই বিশ্বে ধর্ম সঙ্কটাপন্ন হয়, অধর্মের বাড়বাড়ন্ত হয়, তখন ভগবান কোনও না কোনও অবতারে সামনে আসেন। কড়া হাতে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেন।যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার দেহ ধারণ করে লোকের সামনে প্রকটিত হই ৷  তেমনই দ্বাপর যুগে কংস নিধনের জন্য তাঁর প্রকাশ। 


ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 )  বিকেল ৪.১৪য়। 


পুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বর গৃহস্থরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন।   বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে তাঁরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছে আগামী ৭ সেপ্টেম্বর ।  শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন এবং দ্বারকাতেও জন্মাষ্টমী পালিত হয় ধুমধাম করে৷ সেই সঙ্গে বাংলার ঘরে ঘরে চলে বালগোপালের পুজো। 

যেহেতু জন্মাষ্টমীর পুজো রাতে হয়, তাই  ৬ সেপ্টেম্বর তারিখটিই অনেকে বেছে নিচ্ছেন কৃষ্ণ জন্মাষ্টমী পালনের জন্য। জন্মাষ্টমী পুজোর শুভ ক্ষণের কথা যদি বলেন, তবে তা মাঝরাত ১২টা ২০ মিনিটে শুরু হবে। চলবে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।



  • মধ্যরাতে পুজোর শুভক্ষণ শুরু হবে রাত ১২ টা ২০ তে। ইংরিজি মতে  ৭ সেপ্টেম্বরই পড়ছে।

  • চন্দ্রোদয়ের মুহূর্ত শুরু ১০:৫৫ তে। 

  • অষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর দুপুর ৩ টে ৩৭ থেকে।

  • অষ্টমী তিথি শেষ হবে  ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টে ১৪ য়।

  • রোহিণী নক্ষত্রের সূচনা হবে ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা ২০ থেকে।

  • রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে ৭ সেপ্টেম্বর সকাল ১০.২৫ এ। 

    কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের তাৎপর্য


পৃথিবীতে কংসের ক্রমবর্ধমান অত্যাচারের অবসান এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য  ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এইদিনটিই জন্মাষ্টমী হিসেবে পালিত। কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে চন্দ্র যখন বৃষভের ঘরে প্রবেশ করে সেই সময়  মধ্যরাতে কৃষ্ণ জন্ম নেন মথুরায় । দুষ্টের দমন, সৃষ্টের পালনের হেতুই তাঁর জন্ম। তারপর মামা কংসর হাত থেকে রক্ষা করার জন্য বাবা বসুদেব তাঁকে বৃন্দাবনে নন্দরাজের বাড়িতে রেখে আসেন। ভয়ঙ্কর দুর্যোগের সে-রাতে যমুনা পার হওয়ার লোককথা লোকের মুখে মুখে ফেরে।  


আরও পড়ুন :


মৃত্যুর পর আত্মার কী হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কী বলেছিলেন সখা কৃষ্ণ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial