কলকাতা: দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ। বাগডোগরার (Bagdogra) দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ কপ্টারের। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার। 


ঠিক কী ঘটেছে? 


এদিন, মালবাজারে তৃণমূল নেত্রীর সভা ছিল। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হলেও এদিন সভার সময় কোনও বৃষ্টি কিংবা দুর্যোগের চিহ্ন ছিল না। সভা শেষ করে ১২টা ৫০মিনিট এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে সওয়ার করার কিছু সময় পর বিপর্যয় শুরু হয়। আকাশে জমতে শুরু করে কালো মেঘ। হঠাৎই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। এরপর কপ্টারের পাইলট পরিস্থিতি বিবেচনা করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এরপর বিমানবন্দরের সঙ্গেও কথা হয়। 


এদিকে আজই কলকাতায় ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে এবার সড়কপথে তিলোত্তমায় ফিরতে পারেন তিনি, এমনটাই খবর। তিনটের মধ্যে কলকাতায় ফেরার কথা ছিল। তাই তাড়াতাড়ি বক্তব্য শেষ করে হেলিকপ্টারে ওঠেন তিনি। বৃষ্টিতে যাতে সভা বাতিল না হয় তার জন্য সড়ক পথে আসারও ব্যবস্থা ছিল। এক ঘণ্টা পিছতে পারে কলকাতায় আসার সময়।                                                                             



পঞ্চায়েত ভোটের আর দু-সপ্তাহও বাকি নেই। কিন্তু, তাঁর লক্ষ্য যে আসলে দিল্লির মসনদ থেকে মোদি সরকারকে সরানো, তা ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি মালবাজারে, পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে ফের তিনি বললেন, কেন্দ্রে মোদি সরকারের আয়ু আর মাত্র ৬ মাস। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী।                                                


 


আরও পড়ুন, কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন, বললেন মমতা


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন