ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় (Bus Accident)। আসানসোল দিঘাগামী একটি SBSTC বাস  কাঁথি ঢোকার আগে SH-5 কাঁথি বেলদা রোডের পাশে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে।


দিঘা পৌঁছনোর মুখে দুর্ঘটনার কবলে প্রায় ৬০ জন যাত্রী-সহ বাস


স্থানীয় মানুষ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে আনুমানিক ৬০ জন মতো প্যাসেঞ্জার ছিল। বাস পাল্টি হওয়ার পরে বিকট শব্দ পেয়ে স্থানীয় স্থানীয় মানুষ ছুটে আসে। এবং  বাসে থাকা প্যাসেঞ্জারদের উদ্ধার করে। শেষ অবধি পাওয়া খবরে মৃত্যুর কোনও খবর নেই। সম্ভবত গাড়ির ড্রাইভার এর ঘুম চলে আসার কারণেই এই ধরণের বিপত্তি, বলে মনে করছেন অনেকেই।


আহত শিশুকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেল পুলিশ


অনেকে এও দাবি করেন ভোর সাড়ে চারটার সময় সাতমাইল ক্রস করে  কাঁথির দিকে আসছিল। ভোরে আজকে প্রচন্ড কুয়াশা থাকার কারণে এই ধরনের বিপত্তি ঘটতে পারে বলে ও অনেকের অনুমান। স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, লোকাল থানার পুলিশ এসে এক আহত শিশুকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে  প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। এবং প্রাথমিক চিকিৎসার পরে তার পরিবারের হাতে তুলে দিয়েছে।


এর আগেও কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা


এদিকে, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। গতবছরের শেষে ভরা উৎসবের মরশুমেই প্রকাশ্য এসছিল আরও এক মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছিল (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। 


আরও পড়ুন, 'সন্দেশখালির নির্যাতিতারা নির্ভয়ে কথা বলুক..', রাজ্যে এসেই মমতাকে নিশানা রেখা শর্মার


মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু


মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যুদুর্ঘটনার পর জানা গিয়েছিল, কাঁথির মেছেদা বাইপাসের  রেল রাস্তা ক্রসিংয়ের কাছে, NH ১১৬ এর বির ওপরে, হোন্ডা আই টেন গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লেগেছিল।  আইটেম গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ই বিপরীত দিক থেকে আসা বাসটি মেছেদা বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু ঘটেছিল। মোটের উপর একের পর এক দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি গাড়ি চালকদের। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে,  কুয়াশা নাকি চালকের কাণ্ডজ্ঞানহীনতা, প্রকৃত কোনটা দায়ি এই দুর্ঘটনার জন্য।