Chit Fund Case : বিপুল সম্পত্তি কীভাবে? জানতে চায় CBI, এবারও হাজিরা দিলেন না TMC MLA সুবোধ

রাতেই সুবোধকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। কিন্তু হাজিরা দিলেন না তিনি।

Continues below advertisement

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়।

Continues below advertisement

'সময় চান'
মঙ্গলবার তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। তবে আজ সেই দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে আইনজীবী মারফত সময় চেয়ে নেন তৃণমূল বিধায়ক।  

 সম্পত্তির আয়ের উত্স কী
সিবিআই সূত্রে খবর, রবিবার সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালানোর পর, কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান এই বিপুল সম্পত্তির আয়ের উত্স। সেই কারণেই তৃণমূল বিধায়কের আয় ও তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়।   

কী অভিযোগ সুবোধের বিরুদ্ধে 

চিটফান্ড ( Chitfund )  সংস্থা বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি ( Raju Sahani ) । CBI সূত্রে দাবি, লক্ষ লক্ষ টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টে। CBI’এর অনুমান, রাজু সাহানির কাছ থেকে টাকা ঢুকেছে অন্য অনেকের অ্যাকাউন্টে। আর সেই তালিকায় CBI-এর রেডারে বীজপুরের তৃণমূল বিধায়ক। রবিবার সকালে, সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস মিলিয়ে ৫ জায়গায় চলে তল্লাশি অভিযান।  

CBI সূত্রে খবর, সুবোধ অধিকারীর বিপুল সম্পত্তির আয়ের উত্স জানতে, তাঁর আয়কর সংক্রান্ত নথি ও সম্পত্তির নথি দেখতে চাওয়া হয়। জানতে চাওয়া হয় সুবোধের ব্যবসা সংক্রান্ত তথ্য। এদিকে, সুবোধ অধিকারীকে গ্রেফতারির দাবিতে, মঙ্গলবার, হালিশহরে মিছিল করে সিপিএম। কাঁচরামোড় বাগমোড় থেকে শুরু হয় মিছিল, এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড। CPM কর্মী সমর্থকরা হালিশহর পুরসভা ঘেরাও করতে গেলে, পুলিশের সঙ্গে ধস্তধস্তি বেধে যায়। 

কোথায় কোথায় ইতিমধ্যেই তল্লাশি 

রবিবার একসঙ্গে ৭টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যার মধ্যে রয়েছে হালিশহরে বীজপুরের তৃণমূল বিধায়কের পৈত্রিক বাড়ি। হালিশহর স্টেশন রোডে তাঁর আরেকটি বাড়ি ও মূল অফিস, টালাপার্ক লাগোয়া বিটি রোডের ওপর দুটি ফ্ল্যাট, পাইকপাড়ায় তাঁর আরও একটি ফ্ল্যাট লেকটাউনের দক্ষিণদাঁড়ির এক অভিজাত আবাসনের ফ্ল্যাট। এছাড়াও চিটফান্ডকাণ্ডে ধৃত তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত অভিজিত্‍ শিকদারের বাড়িতেও এদিন অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।   

                                                                                                   

Continues below advertisement
Sponsored Links by Taboola