ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: চিত্পুরে সার্ভিস রোডে রেলগেট বিকল হয়ে বিপত্তি। আশেপাশের এলাকায় প্রবল যানজট। সূত্রের খবর, চিত্পুরে সার্ভিস রোডে রেলগেট ভেঙে যাওয়ায় সমস্যা দেখা দেয়। যানজট এড়াতে বিটি রোডগামী গাড়িগুলিকে রাজবল্লভপাড়া হয়ে ভূপেন বসু অ্যাভিনিউ ও শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আরজি কর রোড ধরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এর ফলে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে যানজট। 


অন্যদিকে,  দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে দুষ্কৃতী তাণ্ডব। ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য। ভিডিয়োয় দেখা যায়, গতকাল সন্ধেয় বাইক থেকে নেমে এক দুষ্কৃতী হাতে ধারাল অস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।                                


মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা প্রায়ই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সামগ্রী লুঠ করে, প্রকল্পের কর্মীদের হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ।এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে মেট্রো কর্তৃপক্ষ। ভাইরাল ভিডিয়ো দেখে অভিযুক্ত অরবিন্দ দাসকে আটক করেছে পুলিশ। মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগ, এর আগে নভেম্বর মাসে এই এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের নিরাপত্তারক্ষী ও কর্মীদের বেঁধে রেখে মারধর করে দুষ্কৃতীরা।                           


এছাড়াও, কর্মতীর্থে ঘর বণ্টন নিয়ে তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অথবা ঘনিষ্ঠ ব্যক্তিদের কর্মতীর্থ প্রকল্পে ঘর পাইয়ে দিচ্ছেন ৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সুধাংশু মণ্ডল।


এই প্রতিবাদে গতকাল একঘণ্টা রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটরের। দুর্নীতিগ্রস্ত দল বলে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুল রহিম।