সুজিত মণ্ডল, নদিয়া: রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও স্কুল পড়ুয়াদের করোনা আক্রান্তের খবর আসতেই চাঞ্চল্য ছাড়াল। রাজ্যে এবার ২৯ জন ছাত্র-ছাত্রী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। নদিয়ার কল্যাণী জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে পড়ুয়ারা। 


স্কুল কর্তৃপক্ষ তরফে জানান হয়েছে ১৩ জন ছাত্র ও ১৬ জন ছাত্রী আক্রান্ত হয়েছে কোভিড-১৯ এ। স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ জানিয়েছেন, "আবাসিক ছাত্র ছাত্রীরা স্কুল থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় রয়েছে স্কুল কর্তৃপক্ষের। ইতিমধ্যে আজকেও বেশ কয়েকজনের টেস্ট করে পাঠানো হয়েছে।" 


এই মাসের দ্বিতীয় সপ্তাহে কয়েকজন পড়ুয়ার শরীরে জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গ দেখা যায়। তখন পড়ুয়াদের কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর স্কুলের ২১৫ জন ছাত্রছাত্রীর লালারসের নমুনা নিয়ে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পড়ুয়াদের পাশাপাশি স্কুলের প্রতিটি স্টাফ, পড়ুয়ার আরটি পিসিআর করোনা পরীক্ষা করা হয়েছে।


এদিকে, দেশে আরও বাড়ল দৈনিক করোনা সংক্রম। বুধবারের থেকে একলাফে সংক্রমিতের সংখ্যা বাড়ল এক হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ৭ হাজার ৪৯৫ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬।


এদিকে বেড়েছে দৈনিকে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৩১৮ জন। তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩। এনিয়ে দেশের মোট মৃত্যু ৪,৭৪,৭৫৯।


অন্যদিকে, আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। লন্ডন বং নাইজেরিয়া ফেরতের দেহে মিলল নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। করোনা আক্রান্তের হদিশ মিললে আইসোলেশন বাধ্যতামূলক,  আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের।