সনৎ ঝা, চোপড়া: চোপড়ার (Chopra) তৃণমূলকর্মী (TMC) JCB-র আরেক কীর্তি ফাঁস! ২দিন ধরে আটকে যুগলের উপর তালিবানি অত্যাচার! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মার। দিনের পর দিন তৃণমূলকর্মী JCB-র তালিবানি শাসন! চোপড়ার লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে যুগলকে বেধড়ক মার। তৃণমূলকর্মী JCB-র অত্যচারের আরেক ভিডিও ভাইরাল (Viral Video)। '১৫, ১৬ জুন যুবক-যুবতীকে ২দিন ধরে আটকে অত্যাচার। লাগাতার অত্যাচারের পরে মুক্তিপণ দিয়ে ছাড়', অভিযোগ এমনটাই।


এখানেই শেষ নয়, আক্রান্তদের মুক্তি পেতে দিতে হতো মোটা টাকা মুক্তিপণ! অভিয়োগ, ৪ কাঠা জমি, ৩ লক্ষ টাকা দিয়ে ছাড় পান আক্রান্তরা- এমন ঘটনাও ঘটেছে। গতকাল গ্রেফতারির আগেই মুক্তিপণ দেওয়ার অভিযোগ, খবর সূত্রের। ভয়ে সবার মুখে কুলুপ, কী করছিল পুলিশ? জেনেও নীরব তৃণমূল? সব জেনেও নীরব থেকে চোপড়ার JCB-কে মদত দলের? প্রশ্ন বিরোধীদের আফগানিস্তানের তালিবানি অত্যাচারের নৃশংস ছবি বাংলায়!


এর আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল এক যুগলকে বেধড়ক মারছে অভিযুক্ত JCB ওরফে তাজমুল। সেই ঘটনা নিয়েই তোলপাড় হয়। পরে গ্রেফতার হয় অভিযুক্ত। গ্রেফতার হওয়ার পরেই একাধিক ভিডিও ভাইরাল হয়- যেখানে দেখা যাচ্ছে এর আগেও এমন নানা ঘটনায় ঘটিয়েছে ওই ব্যক্তি। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক নিগৃহীতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় তা নিয়েও সরব হয়েছেন বিরোধীরা। যদিও এই ঘটনার কড়া নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।


জেপি নাড্ডার নিশানায় মুখ্যমন্ত্রী:
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী, বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালিই হোক বা উত্তর দিনাজপুর এবং আরও অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়াকাণ্ডে পোস্ট নাড্ডার। পাল্টা হাথরস, বিলকিস বানোর ঘটনা স্মরণ করিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে বিজেপির শাসন, সেখানেই মহিলারা অত্যাচারিত বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। 


  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?