কলকাতা: আজ বড়দিন (Christmas 2021)। শীতের আমেজ গায়ে মেখে বেড়ানো, পেটপুজো, একরাশ আনন্দ। কলকাতার পাশাপাশি সেজে উঠেছে জেলাও। ভিড় বাড়ছে পর্যটনকেন্দ্রে। উৎসবের আবহে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইটারে তিনি লেখেন, "সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। এই উৎসব সবার জীবন উষ্ণতা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। কোভিড বিধি মেনেই উৎসবের সুন্দর মুহূর্ত তৈরি হোক।''
আজ বড়দিন। শুক্রবার থেকেই আলোর মালায় সেজেছে চারপাশ। শহর থেকে জেলা সব জায়গায় উত্সবের আবহ। চিরাচরিত রীতি মেনে বড়দিনের আগের সন্ধ্যায় বেলুড়মঠে মহাসমারোহে পালিত হয় যীশুপুজো। বড়দিন মানেই কেকের গন্ধ, কমলালেবুর স্বাদ। বড়দিন মানে শীতের মিঠে কড়া রোদ মেখে পিকনিক, দেদার আনন্দ, হুল্লোড়। তাই পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি। শীত পড়লেই বাঁকুড়ার মুকুটমণিপুরে ভিড় জমান পর্যটকরা। ড্যামের জলে বোটিং, হরেক রকম রাইডিং-এর পাশাপাশি জমে ওঠে পিকনিক। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, “পিকনিক স্পট গুলো পরিচ্ছন্ন করে, জলের ব্যবস্থা করা হয়েছে। রাইডিং ব্যবস্থা। পাশাপাশি করোনা পরিস্থিতিতেও নজর।’’
হাওড়ার গাদিয়াড়া। ভাগীরথী, রূপনারায়ণ, হলদি নদীর সঙ্গমস্থলের এই জায়গাও পর্যটকদের প্রিয়। বড়দিনের আগে সেজে উঠেছে গাদিয়াড়াও। শীতে পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে ওঠে সুন্দরবনে। ঠান্ডা পড়তেই পরিযায়ীর আনাগোনা শুরু হয়েছে চুনাখালির বিদ্যাধরী তীরের বগুলাখালিতে। দেশি-বিদেশি পাখির কলতানে ভরে উঠেছে ম্যানগ্রোভের জঙ্গল। আসছেন পর্যটকরা। সাজানো হয়েছে বাঁকুড়া সেন্ট্রাল চার্চ। বড়দিনের সকালে সেন্ট্রাল চার্চের উপসনাগারে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনা সভার। সেন্ট্রাল চার্চ ছাড়াও বাঁকুড়া শহরের অন্যান্য চার্চেও চলছে বড়দিনের শেষ মুহূর্তের প্রস্তুতি।
আরও পড়ুন: Christmas Day 2021: আজ বড়দিন, শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা