মালদা: চাঁচলে ডাকাতির কিনারা এখনও হয়নি। ঘটনার তদন্তভার নিল CID। আজ সকালে চার সদস্যের CID টিম চাঁচলের নেতাজি মার্কেটে ঢাকা জুয়েলার্সে যায়। রাজ্য পুলিশের গোয়েন্দারা কথা বলেন চাঁচল থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে।


ঘটনার তদন্তভার নিল CID: বড়দিনের সন্ধেয়, জমজমাট বাজারে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। পাঁচ মিনিটের অপারেশনে পাঁচ ডাকাত মিলে প্রায় সাড়ে চার কোটির গয়না লুঠ করে বলে অভিযোগ ওঠে। এখনও অধরা দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনায় সামনে এসেছে বিহার যোগের বিষয়টিও। পাঁচ দুষ্কৃতীর মধ্যে ২ জন বিহারের বাসিন্দা বলে পুলিশের অনুমান। বাকি দুই দুষ্কৃতী উত্তর দিনাজপুরের বাসিন্দা। এলাকা ও আশেপাশের বিভিন্ন রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডাকাতরা কোন পথে পালিয়েছে, তার রুট ম্যাপ তৈরির চেষ্টা করছে চাঁচল থানার পুলিশ। চাঁচলের একদিকে উত্তর দিনাজপুরের ইটাহার, রায়গঞ্জ। অন্যদিকে, বিহারের কাটিহার আর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। চাঁচল থেকে বিহারে পৌঁছতে সড়কপথে সময় লাগে মাত্র একঘণ্টা। চাঁচল ও বিহারের বারসোইয়ের মধ্যে দূরত্ব ৩১ কিলোমিটার। ফলে ডাকাতদের বিহার বা ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এবার এই ঘটনার তদন্তভার নিয়েছে CID। 


গত ২০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়কের ওপর গুলি করে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। এছাড়া, গত কয়েকমাসে বারবার দুষ্কৃতীদের টার্গেট হয়েছে রাজ্যের বিভিন্ন সোনার দোকান। ২১ অক্টোবর নদিয়ার কল্যাণীতে সোনার দোকানে গান পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটে। ১৭ অক্টোবর আমডাঙার দারিয়াপুরে সোনার দোকানে ডাকাতি হয়। ২৯ সেপ্টেম্বর খড়গপুরে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।৬ সেপ্টেম্বর আবার উলুবেড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে গয়না-টাকা লুঠের ঘটনা ঘটে। ২৯ অগাস্ট পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনা ঘটে। একই দিনে রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসেও হানা দেয় ডাকাতদল।২৪ মে ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা। ওই মাসেরই ১৯ তারিখ, শক্তিগড়ের গাংপুরে সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WBJEE 2024 Registrations: আজ থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন