সৌভিক মজুমদার, কলকাতা: কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) নিরাপত্তায় CISF মোতায়েন করার নির্দেশ। আপাতত একমাসের জন্য বহাল থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security)। কতজন জওয়ান মোতায়েন করা হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে বাহিনীই, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha)। রাজ্য় পুলিশের নিরাপত্তা নিয়ে কোনও অভিযোগ নেই। সওয়াল রাজ্য়ের। এ দিকে, কৌস্তভের (Kaustav Bagchi) আইনজীবীর বক্তব্য়, বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে শাসক দলের বিরাগভাজন কৌস্তভ। তাঁর ওপর হামলার আশঙ্কা আছে। আগামী ১১ই মে এই মামবার পরবর্তী শুনানি।


সপ্তাহখানেক আগেই কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে (Kaustav Bagchi) নিরাপত্তা দিতে তাঁর ব্যারাকপুরের বাড়িতে গিয়ে খোঁজখবর করেছিলেন CISF-এর অফিসাররা। শুক্রবার কংগ্রেস নেতার নিরাপত্তায় সেই CISF-কেই মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট  (Calcutta High Court)। 


ফলে এখন থেকে আর রাজ্য পুলিশ নয়, কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) নিরপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার জেরে এক তৃণমূল কর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে, গত তেসরা মার্চ রাতে কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে যায় কলকাতার বড়তলা থানার পুলিশ। সাড়া রাত থাকার পর চৌঠা মার্চ সকালে গ্রেফতার করা হয় কংগ্রেস নেতাকে। 


যদিও ওই দিন বিকেলেই জামিন পান কৌস্তভ। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়! এরপর পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন কংগ্রেস নেতা। সেই মামলায় প্রথমে হাইকোর্টের নির্দেশে কৌস্তভ বাগচীর নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশকে । 


পাশাপাশি এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের দেওয়া রিপোর্ট নিয়েও ভর্ৎসনা করে আদালত । এই প্রেক্ষাপটে এদিনের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে রাজ্য পুলিশের দেওয়া নিরাপত্তা নিয়ে কোনও অভিযোগ নেই । কিন্তু কৌস্তভ বাগচীর আইনজীবী পাল্টা যুক্তি দেন, বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি শাসকদলের বিরাগভাজন। তাই তাঁর ওপর হামলার আশঙ্কা রয়েছে । 


দু'পক্ষের সওয়াল শুনে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আপাতত এক মাসের জন্য কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) নিরাপত্তায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কতজন জওয়ান তাঁর নিরাপত্তায় থাকবেন, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে বাহিনীই।  এই মামলার পরবর্তী শুনানি ১১ মে । 


আরও পড়ুন: Kolkata: কর্মচারীকে সাসপেন্ডে গেট আটকে বিক্ষোভ, কলকাতা লেদার কমপ্লেক্সে অব্যাহত অচলাবস্থা