মোহালি: এবারের আইপিএলে (IPL) যেন পুনর্জন্ম হয়েছে শিখর ধবনের (Shikhar Dhawan)। ধারাবাহিকভাবে রান করছিলেন। একটা সময় অরেঞ্জ ক্যাপ ছিল তাঁর দখলেই। কিন্তু কাঁধের চোট বিরাট ধাক্কা দিয়েছে ধবনকে। পরপর দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। ধবনের পরিবর্তে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারান।


কবে সুস্থ হবেন ধবন?


শনিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব কিংস। সেই ম্যাচের আগে ধবনকে ঘিরে উদ্বেগ বহাল। পাঞ্জাব শিবির অবশ্য ধবনকে নিয়ে খুব বেশি আশা দেখছে না। কতদিন পর মাঠে দেখা যেতে পারে দিল্লির বাঁহাতি তারকাকে?


পাঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ ট্রেভর গঞ্জালভেস বলেছেন, 'আরও দু থেকে তিনদিন সময় লাগবে ধবনের ফিট হয়ে উঠতে।' অর্থাৎ, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও নিয়মিত অধিনায়ককে পাবে না প্রীতি জিন্টার দল।


 






মাঠে নামতে তৈরি আর্চার


ডান কনুইয়ে ব্যথা অনুভব করেছিলেন। সেই কারণে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। তবে এবার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন জোফ্রা আর্চার (Jofra Archer)।


দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবছরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ইংরেজ পেসার। ২ এপ্রিল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিলেন আর্চার। সেটাই ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের জার্সিতে তাঁর অভিষেক। তবে সেই ম্যাচে নজর কাড়তে পারেননি আর্চার। ৪ ওভারে ৩৩ রান খরচ করেছিলেন। কোনও উইকেট পাননি। তারপর থেকেই আর খেলছেন না আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন, তাঁর সামান্য চোট রয়েছে।


তবে পরের সপ্তাহেই মাঠে দেখা যেতে পারে আর্চারকে। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই। সেই ম্যাচেও আর্চারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। বৃহস্পতিবার নেটে ৪ ওভার বল করেন আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডও আর্চারের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী।                                                                                


আরও পড়ুন: হলুদ শাড়িতে কলকাতা-দিল্লির দ্বৈরথ দেখতে মাঠে হাজির সোনম, রইলেন অ্যাপেলের সিইও